ইতালির এক পুলিশ সদস্যের সাথে বাংলাদেশি মেয়ের বিয়ের খবরটি গত বছরের
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের সুমাইয়ারা এবং ইতালির দমেনিকো বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশী তরুণীকে বিয়ে করে ইসলাম গ্রহণ করলেন ইতালির এক পুলিশ সদস্য। দেখুন এমন কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৬ আগস্ট 'সময় নিউজ ২৪ ঘন্টাই খবর' নামের একটি ফেসবুক গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করে বলা হয়, 'বাংলাদেশী তরুণীকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতালীয় পুলিশ'। খবরের ডেটলাইন অনুযায়ী তিন সপ্তাহ আগে প্রকাশিত এই খবরটিতে বলা হয়, বাংলাদেশের সুমাইয়ারা নামক এক মুসলিম তরুণী ইতালিতে পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি দিলে সেখানে দমিনিকো নামের এক ইতালীয় যুবকের সাথে পরিচয় হয়। পরে দমিনিকো ইসলাম গ্রহণ করলে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
খবরটির স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি পুরোনো। বাংলাদেশী মেয়ে সুমাইয়ারার সাথে ইতালির এক পুলিশ সদস্যের বিয়ের এই খবরটি ২০২০ সালে একাধিক মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর জাগো নিউজ২৪-এ একটি খবর প্রকাশিত হয় যার শিরোনাম, 'বাংলাদেশি তরুণীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইতালীয় পুলিশ'। দেখুন-
খবরটির বিস্তারিত অংশে বলা হয়, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর (সোমবার) দক্ষিণ ইতালির কাম্পানিয়া বিভাগের সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় বাংলাদেশী কণ্যা সুমাইয়ারা এবং ইতালির দোমিনিকো বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর দোমিনিকো ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যারামিলিটারি পুলিশ ফোর্স এ কাজ করেন।
এছাড়া একই খবর গত বছর দৈনিক প্রথম আলোতেও প্রকাশিত হয়েছিল। 'ইতালির বর, বাংলাদেশি কনে' শিরোনামে প্রথম আলোর সেই খবরটি দেখুন--
এছাড়া দৈনিক যুগান্তর, বাংলা ট্রিবিউনসহ বেশ কিছু গণমাধ্যমে সেই খবরটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল।
অর্থাৎ বাংলাদেশী এক মেয়ের ইতালির এক পুলিশ সদস্যকে বিয়ে করার পুরনো খবর নতুন হিসেবে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।