২০১৯ সালের আফ্রিদির করা মন্তব্য বিভ্রান্তিকরভাবে ২০ সালে প্রচার
২০১৯ সালের আফ্রিদির করা এক টুইটের উপর ভিত্তি করে তৈরি করা খবরকে 'নতুন খবর' আকারে প্রকাশ করেছে একাধিক অনলাইন পোর্টাল।
ফেসবুকে একটি খবর বিভিন্ন অনলাইন পোর্টালের বরাতে দেখা যাচ্ছে যেখানে শহীদ আফ্রিদি বলেছেন, "মুসলমানদের আবারও সেই সোনালী দিন ফিরে আসবে"। দেখুন এমন কিছু লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ৫ ডিসেম্বর, Mairala Group নামের গ্রুপে HM Himel নামের আইডি থেকে একটি খবর পোস্ট করা হয়। দেখুন স্ক্রিনশট--
সেখানে https://dailybartanews.com/ নামের একটি পত্রিকার খবরের শিরোনামে বলা হয়, "মু'সলমানদের আবারও সেই সোনালী দিন ফিরে আসবে : শহীদ আফ্রিদি।" এক টুইট বার্তায় তুর্কি সিরিজ দিরিলিস আরতুগুল নিয়ে তার মুগ্ধতার কথা বলতে গিয়ে আফ্রিদি এ আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনলাইনে খবরটির প্রকাশের তারিখ দেখা যাচ্ছে, ৫ ডিসেম্বর ২০২০। খবরটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে। খবরটির একটি স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
কিন্তু বুম বাংলাদেশ খবরটির ব্যাপারে গুগল সার্চ করে দেখতে পায়, আফ্রিদির এই টুইট বার্তার খবরটি ২০১৯ সালের। এ সংক্রান্ত যুগান্তর পত্রিকার একটি খবরে দেখা যায়, মুসলমানদের আবারও সেই সোনালী দিন ফিরে আসবে: আফ্রিদি শিরোনামে একই খবর প্রকাশিত হয়েছে ২০১৯ সালের ৩১ মার্চ। পরবর্তীতে একই খবর এক বছর পর অর্থাৎ ২০২০ সালের বিভিন্ন সময়ে নানা অনলাইনে নতুন করে প্রচার করা হচ্ছে।
তাই ২০১৯ সালের আফ্রিদির টুইটারে করা মন্তব্যের খবরকে ২০২০ সালে নতুন খবর আকারে প্রকাশ করা পাঠকের জন্যে বিভ্রান্তিকর।