বরগুনায় কুমিরের আক্রমণে মৃত্যুর খবরটি চার বছরের বেশি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৭ সালের ২৫ মার্চ বরগুনার ট্যাংড়াগিরি ইকোপার্কে এই দূর্ঘটনাটি ঘটে; যা নতুন করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি খবরে বলা হচ্ছে, বরগুনায় কুমিরের আক্রমণে এক যুবক নিহত হয়েছেন। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ১৫ জুলাই 'Amar Songbad' নামের ফেসবুকের একটি পেজ থেকে একটি খবরের লিংক পোস্ট করে বলা হয়, "ঘুরতে যাওয়া যুবক কে খেয়ে ফেললো কুমির,মুহূর্তেই ভাইরাল ,(দেখুন ভিডিও)"। হুবহু একই রকম শিরোনামে প্রকাশিত খবরটির বিস্তারিত অংশে বলা হয়, ঘটনাটি বাংলাদেশের বরগুনার। এছাড়া খবরটির সাথে একটি ভিডিও যুক্ত করা হয়েছে যার ক্যাপশন ছিল, "বরগুনার ইকো পার্কে কুমির যুবককে খেয়ে নিলো।" দেখুন পোস্টটির স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বরগুনার ইকোপার্কে কুমিরের আক্রমণে নিহত হওয়ার খবরটি পুরনো। কিওয়ার্ড-সার্চ করে দেখা গেছে এ সংক্রান্ত খবর ২০১৭ সালে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে ২০১৭ সালের ২৫ মার্চ এনটিভিতে 'কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল দর্শনার্থীর' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। সেই খবরটিতে বলা হয়, বরগুনার তালতলী উপজেলার ট্যাংড়াগিরি ইকোপার্কে কুমির প্রজনন কেন্দ্রে কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে আসাদুজ্জামান রনি (২৯) নামের একজন দর্শনার্থী নিহত হন। মূলত কুমিরের খুব কাছাকাছি গিয়ে সেলফি তুলতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। দেখুন সেই প্রতিবেদনের স্ক্রিনশট--
এছাড়া তৎকালে দৈনিক কালের কন্ঠ পত্রিকায়ও খবরটি প্রকাশিত হয়েছিল। দেখুন তাদের প্রতিবেদনটি এখানে।
অর্থাৎ ২০১৭ সালে সংঘটিত কুমিরের আক্রমণে এক যুবকের নিহত হওয়ার ঘটনাকে সাম্প্রতিক খবর হিসেবে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।