ভারতে সত্তোরোর্ধ নারীর যমজ সন্তানের মা হওয়ার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, অন্ধ্রপ্রদেশে ৭৪ বছর বয়সী নারীর সন্তান জন্ম দিয়ে বিশ্বরেকর্ড করার খবরটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বিভিন্ন অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে, বিয়ের ৫৪ বছর পর ৭৪ বছর বয়সে এক নারীর যমজ সন্তানের জন্ম দেয়ার একটি খবর পোস্ট করা হচ্ছে। খবরটির সাথে প্রৌঢ় দম্পতি ও দুটি শিশুর ছবির কোলাজ যুক্ত করা আছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ৭ সেপ্টেম্বর 'Khabor Dinvor' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে বলা হয়, "বিয়ের 54 বছর পর 74 বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিলেন এই নারী সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা..!"।
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের খবরটিতে ডেটলাইন দেয়া আছে "4 days ago" এবং খবরে ভেতরেও কোন তারিখ উল্লেখ না করার ফলে খবরটি কবের তা ধারনা করা মুশকিল। তবে ডেটলাইন ও ফেসবুক পোস্ট দেখে স্বাভাবিকভাবে খবরটি সাম্প্রতিক বলে মনে হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং পুরোনো।
কী-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, মাঙ্গায়াম্মা নামের ৭৪ বছর বয়সী এক নারীর মা হওয়ার খবরটি ভারতের ও দেশের একাধিক গনমাধ্যমে ২০১৯ সালে প্রকাশিত হয়। তন্মধ্যে '৭৪-এ যমজ সন্তানের মা হয়ে বিশ্বরেকর্ড গড়লেন প্রৌঢ়া' শিরোনামে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ভারতীয় গনমাধ্যম এনডিটিভি বাংলা-এ খবরটি প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়, "৭৪ বছর বয়সে সন্তানের জন্ম দিলেন এক প্রৌঢ়া। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের গুন্টুরে তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।" খবরটির স্ক্রিনশট দেখুন--
একই বছরের ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট 'This 74-year-old woman just gave birth to twins' শিরোনামে খবরটি প্রকাশ করে। দেখুন খবরটির স্ক্রিনশট--
পাশাপাশি দেশের একাধিক গণমাধ্যমেও তৎকালে খবরটি প্রকাশিত হতে দেখা যায়। এমন কিছু খবর দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ ৭৪ বছর বয়সে ভারতীয় এক নারীর যমজ সন্তানের মা হবার ২ বছর পুরোনো খবর অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।