৬০ হাজার শিক্ষকের জাল সনদের সংবাদটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৫ সালে দৈনিক পত্রিকা সমকালে প্রচারিত ৬০ হাজার শিক্ষকের জাল সনদের সংবাদ নতুন করে প্রচারিত হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক পেজ ও গ্রুপে পোস্ট করে দৈনিক পত্রিকা সমকালের সূত্রে বলা হচ্ছে, ৬০ হাজার শিক্ষক ভুয়া সনদে কাজ করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৭ আগস্ট 'জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড( National University Notice board)' নামের একটি ফেসবুক গ্রুপে 'মোঃ রাসেল ফরাজী' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "৬০ হাজার শিক্ষকের সনদ জাল! সূত্র: সমকাল"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য খবরটি সাম্প্রতিক নয়। ৬০ হাজার শিক্ষকের সনদ জাল হওয়ার সংবাদটি পুরোনো। সমকালে প্রচারিত প্রায় ৯ বছরের পুরোনো একটি সংবাদকে নতুন করে প্রচার করা হচ্ছে।
৬০ হাজার শিক্ষকের সনদ জাল হওয়ার ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে ২০১৫ সালের ১ অক্টোবর দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে "৬০ হাজার শিক্ষকের সনদ জাল!" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "সারাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের চিহ্নিত প্রায় ৬০ হাজার শিক্ষক এখন জাল সনদে শিক্ষকতা করছেন।"। স্ক্রিনশট দেখুন--
তবে ২০১৫ সালে সমকালের অনলাইন ভার্সনে উক্ত সংবাদটি খুঁজে পাওয়া গেলেও সমকাল বা অন্য কোনো গণমাধ্যমে এরকম কোনো সাম্প্রতিক সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ দৈনিক পত্রিকা সমকালের বরাতে পত্রিকাটির অনলাইন ভার্সনে প্রচারিত পুরোনো একটি সংবাদকে নতুন করে প্রচার করা হচ্ছে।
সুতরাং ৯ বছর আগে সমকালে প্রচারিত ৬০ হাজার শিক্ষকের সনদ জাল বা ভুয়া হওয়ার সংবাদ নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুক, যা বিভ্রান্তিকর।