চাচাতো বোনের সাথে নিজের স্বামীর বিবাহ: ১৮ সালের খবর পুনরুৎপাদন
২০১৮ সালে পাকিস্তানের মুলতানে একটি ঘটনার খবর ২০২০ সালে প্রকাশ করেছে বেশ কিছু অনলাইন পোর্টাল।
ফেসবুকে একটি খবর দেখা যাচ্ছে, যেখানে চাচাতো বোনের সাথে নিজের স্বামীর বিবাহ দেয়ার ঘটনা বর্ননা করা হয়েছে। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ ডিসেম্বর "Bangla News - বাংলা নিউজ" নামের ফেসবুক গ্রুপে Kamal Md Kamal নামের আইডি থেকে একটি খবরের লিংক শেয়ার করা হয়। পোস্টটির স্ক্রিনশট--
খবরটিতে ক্লিক করলে "চাচাতো বোনকে সারাজীবন কাছে রাখতে নিজ স্বামীর স'ঙ্গে বিয়ে" শিরোনামে পাকিস্তানের একটি প্রতিবেদন দেখা যায়। খবরের আর্কাইভ লিংক দেখুন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ অনুসন্ধান করে দেখেছে, পাকিস্তানের খবরটি পুরোনো। মূলত পাকিস্তানের মুলতানের এই ঘটনাটি ২০১৮ সালে ঘটে যা সেসময়ের একাধিক উর্দু ভাষার প্রতিবেদনে দেখা যায়। AAK ENTERTAINMENTS নামের একটি ইউটিউব চ্যানেলে এরকম একটি প্রতিবেদন দেখা যায় যা প্রকাশিত হয় ২০১৮ সালের জানুয়ারি মাসে। এছাড়া একই বছর এই খবরটি একাধিক বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। দেখুন পত্রিকার স্ক্রিনশট--
"চাচাত বোনকে কাছে রাখতে নিজ স্বামীর সঙ্গে বিয়ে!" শিরোনামের একটি খবর দেখা যাচ্ছে 'প্রতিদিনের সংবাদ' নামের পত্রিকায়। এই খবরটিও প্রকাশিত হয় ২০১৮ সালের জানুয়ারি মাসের ১৪ তারিখে।
অর্থাৎ ২০১৮ সালের পাকিস্তানের একটি খবরকে নতুন করে ২০২০ সালে প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।