ভারতে মানবরূপী ছাগল ছানা জন্মের খবরটি ৭ বছর আগের
বুম বাংলাদেশ দেখেছে, ভারতের কর্ণাটকের এই ঘটনাটি ২০১৪ সালে গণমাধ্যমে প্রকাশিত হয়; নতুন করে এর প্রচার বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি খবরের লিংক শেয়ার করে বলা হচ্ছে, 'ছাগলের পেটে মানব শিশুর জন্ম'। খবরটির সাথে একটি ছাগলের পাশে মানবশিশু আকৃতির একটি শাবক চিৎ হয়ে শুয়ে থাকার ছবিও প্রকাশ করা হয়েছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ আগস্ট 'Daily News BD' নামের একটি ফেসবুক পেজ থেকে অখ্যাত একটি অনলাইন পোর্টালের খবর শেয়ার করে বলা হয়, 'ছাগলের পেটে মানব শিশুর জন্ম!'। হুবহু একই শিরোনামে প্রকাশিত খবরটিতে বলা হয়, ভারতের কর্নাটকের শোলাপুর গ্রামে ছাগলের পেটে জন্ম নিয়েছে দুটি বাচ্চা যা দেখতে অনেকটা মানব শিশুর মত। খবরটিতে স্থানীয় পশুপালন বিভাগের সহ-অধিকর্তা ড. দেবা দাসের বরাত দিয়ে আরো বলা হয়, 'জিনগত সমস্যার জন্য বা কোনও সংক্রমণের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।' দেখুন সেই ফেসবুক পোস্টটির স্ক্রিনশট--
খবরটির স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভারতের কর্নাটকে ছাগলের পেটে মনবরূপী বাচ্চা হওয়া সংক্রান্ত খবরটি পুরনো। ২০১৪-১৫ সালে দেশি-বিদেশি গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে। ২০১৫ সালের ২৮ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে 'ছাগলের পেটে মানবশিশু!' শিরোনামে এই খবরটি প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়, ভারতের কর্ণাটকের শোলাপুর নামের গ্রামে এক ছাগলের পেটে জন্ম নেয় দু'টি শাবক যেগুলো দেখতে হুবহু মানুষের মতন। খবরটিতে আরো দাবি করা হয়, শাবকদুটির মানুষের সাথে সামঞ্জস্য প্রায় ৭০ ভাগ। দেখুন স্ক্রিনশট--
তবে খবরটি থেকে আরো জানা যায়, স্থানীয় পশুপালন বিভাগের সহ অধিকর্তা ড. দেবা দাস জানান, 'জিনগত সমস্যার জন্য বা কোনও সংক্রমণের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।' খবরটির সাথে সেই ছাগলের পাশে জন্ম নেয়া মানবরূপী ছাগল ছানার ছবিও প্রকাশ করা হয়।
তবে ২০১৪ সালেও এই খবরটি একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তার মধ্যে 'মানুষের মতো দেখতে সন্তানের জন্ম দিল ছাগল মা' শিরোনামে জি নিউজ বাংলায় খবরটি প্রকাশিত হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বর মাসে। দেখুন--
উল্লেখিত খবরটির উৎস হিসেবে andhrawishesh.com নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে উল্লেখ করে জি নিউজ বাংলা।
অর্থাৎ ২০১৪ সালে ভারতে মনবরূপী ছাগল ছানা জন্ম নেয়ার খবর নতুন করে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।