'মেয়েকে কোরআনের হাফেজ বানাচ্ছেন মাশরাফি' খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে একুশে টিভির অনলাইন ভার্সনে খবরটি প্রকাশিত হয়; নতুন করে এর প্রচার বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, মেয়েকে কোরআনের হাফেজ বানাতে চান বা বানাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ আগস্ট 'Daily News BD' নামের ফেসবুক পেজ থেকে একটি খবর শেয়ার করা হয় যার শিরোনাম, 'মেয়েকে কোরআনের হাফেজ বানাতে চান মাশরাফি'। সম্প্রতি প্রকাশিত এই খবরে বলা হয়, মেয়ে হুমায়রাকে কোরআনের হাফেজ বানাচ্ছেন বলে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মেয়েকে কোরআনের হাফেজ বানাচ্ছেন মাশরাফির এ বক্তব্য নিয়ে প্রকাশিত খবরটি পুরনো। ২০২০ সালে গণমাধ্যমসহ খবরটি প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে একুশে টিভির অনলাইন ভার্সনে খবরটি প্রকাশিত হয় ২০২০ সালের ২৫ মে। 'মেয়েকে কোরআনের হাফেজ বানাচ্ছেন মাশরাফি' শিরোনামে একুশে টিভি খবরে বলা হয়, ২০২০ সালের ২৪ মে আরেক ক্রিকেটার তামিম ইকবালের সাথে এক লাইভ আলোচনায় মাশরাফি জানান, তাঁর মেয়ে হুমায়রাকে তিনি কুরআনের হাফেজ বানাচ্ছেন। এছাড়া তিনি নিজেও প্রতিদিন কুরআন পড়ছেন বলে জানান মাশরাফি। দেখুন স্ক্রিনশট--
মূলত একুশে টিভি অনলাইনে প্রকাশিত খবরটিকেই হুবহু কপি করে সম্প্রতি আলোচ্য খবরটি তৈরি করা হয়েছে।
এছাড়া তৎকালে একাধিক অনলাইন পোর্টালেও খবরটি প্রকাশিত হয়। বিডি জার্নাল নামক একটি অনলাইন পোর্টালে খবরটি প্রকাশিত হয় ২৬ মে, ২০২০। দেখুন স্ক্রিনশট--
খবরটি দেখুন এখানে।
অর্থাৎ ২০২০ সালের একটি পুরোনো খবরকে সাম্প্রতিক হিসেবে প্রকাশ করা হয়েছে, যা বিভ্রান্তিকর।