সুপর্ণা দে'র বিসিএস ক্যাডার হওয়ার খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৬ সালে গণমাধ্যমে ৩৫তম বিসিএসে (প্রাণিসম্পদ) সুপর্ণা দে'র উত্তীর্ণ হওয়ার খবরটি প্রকাশিত হয়।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একাধিক অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে, নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বিসিএসের লিখিত পরীক্ষা দিয়ে সুপর্ণা দে'র বিসিএস ক্যাডার হওয়ার খবর প্রচার করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২২ ফেব্রুয়ারি 'Media Khobor' নামের একটি ফেসবুক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে লেখা হয়েছে, "ভোরবেলায় সন্তান জন্ম দিয়ে সকালেই বিসিএস পরীক্ষায় যোগদান করা সেই মা এখন ক্যাডার,"। স্ক্রিনশটে দেখুন--
হুবহু একই শিরোনামে প্রকাশিত ওই খবরটির ডেটলাইন লেখা আছে '4 days ago' এবং বিস্তারিত অংশে বলা হয়েছে, "অদম্য সেই ইচ্ছাশক্তি থাকলে যে সবই সম্ভব তা প্রমাণ করে দিলেন সুপর্ণা দে। নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু শেষ পরীক্ষার আগের দিন প্রসবব্যথা উঠল। রাতে নেওয়া হলো হাসপাতালে। ভোর সাড়ে চারটায় তাঁর কোলজুড়ে এল ছেলে। সকাল ১০টায় পরীক্ষা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে গেলেন। তিন ঘণ্টা পরীক্ষা দিয়ে ক্লান্ত শরীরে ফিরলেন নবজাতকের কাছে। অদম্য সেই ইচ্ছাশক্তির জোরেই সুপর্ণা দে এখন বিসিএস ক্যাডার।" ফেসবুকে পোস্ট করার দিনক্ষণ ও বিষয়বস্তু দেখে স্বাভাবিকভাবে খবরটি পাঠকের কাছে সাম্প্রতিক মনে হতে পারে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং প্রায় ৬ বছর আগের অর্থাৎ ২০১৬ সালের।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে "সুপর্ণার স্বপ্ন পূরণ" শিরোনামে ২০১৬ সালের ২০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু শেষ পরীক্ষার আগের দিন প্রসবব্যথা উঠল। রাতে নেওয়া হল হাসপাতালে। ভোর সাড়ে চারটায় তাঁর কোলজুড়ে এল ছেলে। সকাল ১০টায় পরীক্ষা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে গেলেন। তিন ঘণ্টা পরীক্ষা দিয়ে ক্লান্ত শরীরে ফিরলেন নবজাতকের কাছে। অদম্য সেই ইচ্ছাশক্তির জোরেই সুপর্ণা দে এখন বিসিএস ক্যাডার। ৩৫তম বিসিএসে (প্রাণিসম্পদ) সম্মিলিত মেধা তালিকায় ১১তম হয়েছেন তিনি।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ৩৫তম বিসিএসে অংশগ্রহন করে মেধা তালিকায় স্থান করেন তিনি। অন্যদিকে বর্তমানে ৪৪ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এই প্রতিবেদনটিকেই সামান্য পরিবর্তনসহ কপি করে আলোচ্য অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে। অনলাইন পোর্টালের খবর ও মূল খবরের পাশাপাশি স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ সুপর্ণা দে'র অন্তঃসত্ত্বা অবস্থায় বিসিএসের লিখিত পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার ৬ পুরোনো খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।