১ বছর আগের ভুয়া ছবি নতুন করে ছড়াচ্ছে ফেসবুকে
সম্পাদনার মাধ্যমে একটি মিছিলের ব্যানারের টেক্সট বদলে দিয়ে ছবিটি প্রথম পোস্ট করা হয় গত বছরের সেপ্টেম্বরে।
গত ৩১ জুলাই M A Alim Suruj নামক একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে "ঈদ মোবারক"।
ছবিতে দেখা যাচ্ছে, একটি মিছিলের সামনে কয়েকজন একটি ব্যানার ধরে আছেন। ব্যানারে লেখা রয়েছে, "নবীজীর সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই"। ব্যানারের নিচে "ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন" এর নাম রয়েছে।
পোস্টটির স্ক্রিনশট দেখুন-
ফ্যাক্ট চেক:
অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই একই ছবি গত বছর বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছিল। যেমন দেখুন ২০১৯ সালের সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের দুটি পোস্টের স্ক্রিনশট--
প্রকৃতপক্ষে এসব ছবিতে থাকা ব্যানারটিকে সম্পাদনার মাধ্যমে "নবীজীর সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই" টেক্সটটি যুক্ত করা হয়েছে।
আসল ছবিটি আপলোড করা হয়েছিল ২০১৯ সালের মে মাসের ৫ তারিখে Islami Shasantantra Chhatra Andolan নামক একটি পেইজে। তাতে ব্যানারটিতে লেখা ছিল, "পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে স্বাগত মিছিল"। এছাড়া মূল ব্যানারের কোনায় লেখা "খোশ আমদেদ মাহে রমযান" লেখাটিও সম্পাদনা করে ফেলে দেয়া হয়েছে।
দেখুন স্ক্রিনশট--