না, গুলিবিদ্ধ হন নি নুরুল হক নুর
সাবেক ভিপি নুর গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়ালেও পরে সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি টিয়ারগ্যাসে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হননি।
সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক গুলিবিদ্ধ হয়েছেন। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
Famous Television নামের পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। দেখুন পোস্টটির একটি স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, নুর গুলিবিদ্ধ হওয়ার খবরটি সঠিক নয়।
আজ ২৫ মার্চ মতিঝিলে মোদি-বিরোধী সমাবেশে নুরের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধলে মূলধারার কিছু সংবাদমাধ্যমে প্রচার করা হয় যে, নুর উক্ত সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং দৈনিক দেশ রুপান্তরের এমন দুটি খবরের আর্কাইভ দেখুন এখানে ও এখানে--
দেখুন এমন একটি খবরের স্ক্রিনশট--
এছাড়া 'Nurul Haque Nur' নামের একটি পেইজ থেকেও তার গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচার করা হয়েছিল। যদিও পরবর্তীতে সেই পোস্টটি সরিয়ে নেয়া হয়।
কিন্তু একই পেইজ থেকে চার ঘন্টা আগে লাইভে এসে আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন নুর। সেখানে তার সহকর্মীদের গুলিবিদ্ধ, আহত ও গ্রেফতার হওয়ার তথ্য দিলেও তিনি নিজে গুলিবিদ্ধ হয়েছেন এমন কোনো তথ্য দেননি। এছাড়া একাধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, আজকের কর্মসূচিতে গুলিবিদ্ধ হননি নুর।
জাগো নিউজে এ সংক্রান্ত এক খবরে বলা হয়, মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভে টিয়ারগ্যাসে আহত হয়েছেন নুর। তবে এখন সুস্থ্য আছেন বলেই নুরের দলের নেতাকর্মীদের বরাতে দাবি করে সংবাদমাধ্যমটি। দেখুন স্ক্রিনশট--
এছাড়া কালের কন্ঠ পত্রিকার একটি খবরের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ সাবেক ডাকসু ভিপি নুরুল হক আজ ২৫ মার্চ ২০২১ এ মতিঝিলে মোদি-বিরোধী কর্মসুচিতে আহত হলেও গুলিবিদ্ধ হন নি। সুতরাং তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি বিভ্রান্তিকর।