ফেক নিউজ
সংবাদমাধ্যমে ভুল হিরো আলমের ছবি ব্যবহারের ফলে বিভ্রান্তি
বাংলাদেশ প্রতিদিন তাদের প্রতিবেদনে ভুলভাবে অভিনেতা হিরো আলমের ছবি ব্যবহারের পর তা ছড়িয়ে পড়ে।
আজ রোববার বিকালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন একটি সংবাদ প্রকাশিত হয় যার শিরোনাম, "মোটরসাইকেল দুর্ঘটনার কবলে হিরো আলম, নিহত ১"।
প্রতিবেদনটিতে অভিনেতা হিরো আলমের ছবি ব্যবহার করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনের ক্যাশে লিংক দেখুন এখানে।
এরপর একই খবর আরও কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত হয়--
যদিও পরে কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশ প্রতিদিন অভিনেতা হিরো আলমের ছবি সরিয়েছে তাদের প্রতিবেদন থেকে।
সংশোধিত প্রতিবেদনে জানানো হয়েছে, "নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের শান্তিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একটির চালক সুজন মিয়া (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হিরো আলম নামের এক ব্যক্তি।"
এদিকে অভিনেতা হিরো আলম সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি সড়ক দুর্ঘটনায় পড়েননি। তিনি আজ রোববার নেত্রকোনায়ও ছিলেন না, বরং ঢাকা ছিলেন।
Claim : অভিনেতা হিরো আলম সড়ক দুর্ঘটনায় আহত
Claimed By : Website, Facebook Posts
Fact Check : False
Next Story