পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংক্রান্ত এই খবরটি এডিট করা
যমুনা টিভির খবরে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সন্ত্রাস 'কমেছে', সেখানে এডিট করে লেখা হয়েছে 'বেড়েছে'; যা সম্পূর্ণ বিপরীত ও বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেয়া বক্তব্য নিয়ে র্যাব সংক্রান্ত একটি খবরের স্ক্রিনশট বেশ কিছু পেজ এবং প্রোফাইলে দেখা যাচ্ছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২৩ জানুয়ারি 'বিএনপি ব্রেকিং নিউজ 24' নামের পেজ থেকে একটি খবরের স্ক্রিনশট পোস্ট করা হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বরাতে বলা হয়, 'র্যাবের কারনেই দেশে সন্ত্রাস বেড়েছে'। এছাড়া খবরটির স্ক্রিনশটের ঠিক উপরে ইংরেজিতে 'যমুনা টেলিভিশন' লেখা আছে। মনে হচ্ছে, খবরটি যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
এরকম আরেকটি স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে নিশ্চিত হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্বলিত খবরের স্ক্রিনশটটি এডিট করা। মূলত যমুনা টেলিভিশনে প্রকাশিত একটি খবরকে এডিট করে এই স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে। গত ২২ জানুয়ারি বাংলাদেশের মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি খবরের লিংক শেয়ার করা হয় যার শিরোনাম ছিল, 'র্যাবের কারণেই দেশে সন্ত্রাস কমেছে: পররাষ্ট্রমন্ত্রী'। দেখুন সেই পোস্টটি--
এছাড়া দেখুন সেই খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট–
এই খবরটিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বরাতে বলা হয়, র্যাব কাজে কর্মে অত্যন্ত দক্ষ। তারা খুব ইফেক্টিভ, ভেরি ইফিসিয়েন্ট, করাপ্ট নয়। এ জন্যই জনগণের আস্থা অর্জন করেছে এই বাহিনী। তাদের কারণেই দেশে সন্ত্রাস কমেছে। খবরটি পড়ুন এখানে।
এছাড়া ২১ জানুয়ারি র্যাব সংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রীর একই বক্তব্য সম্বলিত ভিডিও প্রচারিত হয়েছে আরেকটি মূলধারার চ্যানেল এনটিভির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলেও। দেখুন--
অর্থাৎ যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে গণমাধ্যমটির খবরটির স্ক্রিনশট নিয়ে সেখানে 'কমেছে' এর স্থলে এডিট করে 'বেড়েছে' যুক্ত করে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মূল বক্তব্যের সম্পূর্ণ বিপরীত ও সাংঘর্ষিক।