ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুর সংবাদটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি সংবাদমাধ্যমকে মৃত্যু সংবাদটি অসত্য বলে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ এপ্রিল 'Emon Husain Opu' নামের ফেসবুক আইডি থেকে খবরটি পোস্ট করে লেখা হয়, "দীর্ষ দিন ক্যান্সারের সাথে মোকাবেলা করে না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল, আল্লাহ তাআলা ভাইকে জান্নাত নসিব করুক।আমিন। জীবন যুদ্ধে অবশেষে হার মানতে হল?" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি সংবাদমাধ্যমকে মৃত্যু সংবাদটি অসত্য বলে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেনের মৃত্যুর ভুয়া খবরটি অনলাইনে ছড়িয়ে পরলে সম্প্রচার মাধ্যম আরটিভি'র অনলাইন সংস্করণে "রুবেলের মৃত্যুর খবরটি মিথ্যা" শিরোনামে ১৩ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি'র বরাতে লেখা হয় হয়, "২০১৯ সালের শেষ দিকে ব্রেন টিউমারে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। এরপর বিদেশে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সম্প্রতি আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। জীবন মৃত্যুর লড়াইয়ে এবারও তিনি বেঁচে ফিরেছেন। এক মাসের মতো হাসপাতালে থাকার পর মঙ্গলবার ফিরেছেন বাসায়।তবে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রটানো হয়, মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন। যা বেশ দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে জানা গেছে তিনি আগের থেকে সুস্থ আছেন। মোশাররফ রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি নিশ্চিত করেছেন, মোশাররফ রুবেল বাসায় ফিরেছেন।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, মোশাররফ রুবেলের মৃত্যু সংবাদটি অসত্য। তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে বুম বাংলাদেশ তার পরিবারের সাথে যোগাযোগ করলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। উত্তর পাওয়া মাত্র প্রতিবেদনটি আপডেট করা হবে।
সুতরাং ক্রিকেটার মোশাররফ হোসেনের ভুয়া মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।