অভিনেতা ফারুকের মৃত্যুর ভুয়া খবর
সংবাদমাধ্যমের সূত্রে জানা যায় অসুস্থ ফারুকের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে এবং ডাকলে সাড়াও দিচ্ছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর একটি তথ্য ছড়িয়েছে। বাংলাবাজার নামক একটি অনলাইন পোর্টালেও তা খবর আকারে প্রকাশ করা হয়েছে। দেখুন এখানে ও এখানে।
আরো কিছু পোস্ট দেখুন-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে অভিনেতা ফারুকের মৃত্যুর খবরটি ভুয়া।
মূলধারার সংবাদমাধ্যম ও এই অভিনেতার পরিবারের সদস্যের বরাতে জানা যায়, এতদিন অসাড় অবস্থায় চিকিৎসাধীন থাকলেও বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে মাঝে মাঝে সাড়া দিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। বাংলা ট্রিবিউনকে খবরটি জানান তার ছেলে রোশান হোসেন পাঠান। দেখুন এখানে।
তিনি বলেন, 'গতকাল থেকে উনার শারীরিক অবস্থা একটু ভালো। আমরা ডাকলে সাড়া দিচ্ছেন, হাত নাড়ার চেষ্টা করছেন। এটাই আমাদের জন্য অনেক স্বস্তির বিষয়।'
অন্যদিকে পিতার মৃত্যুর খবরকে গুজব অভিহিত করে রোশান ঢাকা পোস্টকে বলেন, 'বাবার মৃত্যুর গুজবটি খুবই দুঃখজনক। তিনি এখন অনেকটা সুস্থ রয়েছেন। প্রায় ১৫ দিন পর বাবার কণ্ঠ শুনতে পেরে বেশ ভালো লাগছে। সবাই তার জন্য দোয়া করবেন।' দেখুন এখানে।
উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মাসে সিঙ্গাপুরে যান ফারুক। সেখানে পরীক্ষা করার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে ২১ মার্চ আইসিইউতে নেওয়া হয়। সেখানে ডাক্তার লি'র অধীনে চিকিৎসা চলছে এ অভিনেতার।
দীর্ঘদিন ধরে শারীরিক অসূস্থতায় ভোগা ফারুক নিয়মিত চেকআপের জন্য স্ত্রীসহ গত ৪ মার্চ সিঙ্গাপুর যান।