পুরোনো ছবি দিয়ে ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতার খবর প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ২০১৮ সালে ফ্রান্সে কর ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের সময়ে তোলা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ছবি যুক্ত করে ফ্রান্সে সম্প্রতি চলা আন্দোলনের সংবাদ প্রচার করা হচ্ছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১ জুলাই দৈনিক পত্রিকা সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজ 'Samakal'-এ একটি সংবাদ পোস্ট করা হয়। সংবাদের সাথে যুক্ত করা দুটি ছবির একটিতে দেখা যায় সম্প্রতি ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত তরুণ নাহেলকে এবং অন্য ছবিতে দেখা যায় দুটি অগ্নিসংযোগ করা গাড়ির সামনে দাড়িয়ে আছেন একজন আন্দোলনকারী। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
সমকালের অনলাইন ভার্সনে প্রাপ্ত সংবাদটির আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত করা সংবাদের লিংকের কভার ইমেজের দ্বিতীয় ছবিটি প্রায় ৫ বছরের পুরোনো। ২০১৮ সালে ফ্রান্সে কর ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ইয়েলো ভেস্ট আন্দোলন শুরু হয়, সে সময়ে আলোচ্য ছবিটি তোলা হয়েছিল।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট গেটি ইমেজেসে "France's 'Yellow Vest' Protesters Return to Champs-Elysees" শিরোনামে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বর্ণনা থেকে জানা যায়, ফ্রান্সের প্যারিসে ১ ডিসেম্বর, ২০১৮ সালে ইয়েলো ভেস্ট বিক্ষোভের সময় প্লেস ডি ল'ইটোলের পাশে ফক অ্যাভিনিউতে বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষ হয়। 'ইয়েলো ভেস্ট' হলো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই একটি প্রতিবাদী আন্দোলন যা ট্যাক্স এবং জ্বালানির ক্রমবর্ধমান দামের বিরুদ্ধে গড়ে উঠেছিল। ইয়েলো ভেস্ট আন্দোলনের আরো কিছু ছবি দেখুন এখানে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ সম্প্রতি ফ্রান্সে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হওয়া ও এর জের ধরে শুরু হওয়া সহিসংতার সাথে আলোচ্য ছবিটির কোনো সম্পর্ক নেই। ছবিটি বরং অন্তত ৫ বছর আগে ফ্রান্সে হওয়া আরেকটি আন্দোলনের সময়ে তোলা।
সুতরাং ২০১৮ সালের ইয়েলো ভেস্ট আন্দোলনের ছবি দিয়ে তরুণ নাহেল হত্যা ও এর প্রতিবাদে চলা বিক্ষোভ-সহিংসতার খবর প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।