গণজাগরণ মঞ্চের ছবি কোটা সংস্কার আন্দোলনের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০১৩ সালে শাহবাগে হওয়া গণজাগরণ মঞ্চের।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ছবি পোস্ট করে ছবিটি কোটা সংস্কার আন্দোলনের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১৫ জুলাই 'শিবিরের পতাকা' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "ফিরে আসুক আর একটি ৭১। দাসত্বের শৃঙ্খল বন্দী দেশটা মুক্ত হবেই হবে। ইনশাআল্লাহ।।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ উক্ত পোস্টে যুক্ত ছবিটি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালে ধারণকৃত বলে দাবি করা হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নয় বরং ২০১৩ সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে হওয়া গণজাগরণ মঞ্চের সময়ে ধারণ করা হয়।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েনের এক্স (সাবেক টুইটার) একাউন্টে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি করা একটি টুইটে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে মোমবাতি প্রজ্জ্বলনের ইভেন্টে আলোচ্য ছবিটি ধারণ করা হয়েছে। এক্স পোস্টটি দেখুন--
10 day-non-violent protest, 100,000+ gather at Shahbag, Dhaka w/ candles for justice against 1971 war criminals. pic.twitter.com/tRJoyTZH
— Kaberi Gayen (@KaberiGayen) February 15, 2013
আরো সার্চ করে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি "10 years of Shahbagh Movement: Revisiting Shahbagh’s spirit" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে বলা হয়, ২০১৩ সালে শাহবাগে বিশাল প্রতিবাদ সমাবেশের সময়ে আলোচ্য ছবিটি ধারণ করা হয়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও সার্চ করে অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট এলামি, শাটারস্টক, ফ্লিকারেও একই দাবিতে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ছবিটি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নয় বরং প্রায় ১১ বছর আগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়ে ছবিটি ধারণ করা হয়।
সুতরাং শাহবাগে গণজাগরণ মঞ্চের পুরোনো ছবিকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।