সিলেটের ভূমিকম্পের দাবিতে বিভিন্ন দেশের পুরোনো ভূমিকম্পের ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, পোস্টটিতে নেপাল এবং তুরস্কে বিভিন্ন সময়ে ঘটা ভূমিকম্পের ভিডিও যুক্ত করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে ভূমিকম্পের একাধিক ক্লিপ যুক্ত করে তৈরি একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ভিডিওটি সিলেটে ভূমিকম্পের সময়ে ধারণ করা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ ফেব্রুয়ারি 'Trust Media' নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট! পরবর্তী টার্গেটে ডেঞ্জারজোন ঢাকা ?"। স্ক্রিনশট দেখুন---
অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হয়, ভিডিওটি সম্প্রতি সিলেটে ভূমিকম্পের সময়ে ধারণ করা।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি সিলেটে ভূমিকম্পের নয় বরং বিভিন্ন দেশের পুরোনো ভুমিকম্পের কয়েকটি ক্লিপ যুক্ত করে এটি তৈরি করা হয়েছে।
ভিডিওটির শুরুতেই ভূমিকম্প শুরু হওয়ার পরে একটি কক্ষের দৃশ্য দেখা যায়। ভূমিকম্পের ফলে কক্ষটিতে থাকা কম্পিউটারের মনিটর এবং অন্যান্য জিনিসপত্র কাঁপতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
ভিডিওটির এই অংশ থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে তুর্কি গণমাধ্যম trthaber.com-এর ইন্সটাগ্রাম একাউন্টে আলোচ্য ভিডিওটির একটি বড় ভার্সন খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ৩ নভেম্বর পোস্ট করা ওই ইন্সটাগ্রাম পোস্টটিতে বলা হয়, ফুটেজটি তুরস্কের ইজমিরে ভূমিকম্প চলাকালে বাইরাক্লি শহরের কর্মস্থলের সিসিটিভিতে ধারণ করা হয়েছে। আলোচ্য পোস্টের ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) ও তুরস্কের গণমাধ্যমের ইন্সটাগ্রাম পোস্ট থেকে নেয়া স্ক্রিনশটের (ডানে) মধ্যকার তুলনামূলক মিল দেখুন--
এছাড়া তুরস্কের medyablok.org নামে আরেকটি ওয়েবসাইটেও ২০২০ সালের ২ নভেম্বর 'The clearest image of what happened in the earthquake in Izmir' শিরোনামে একই দাবিতে ছবিটি খুঁজে পাওয়া যায়।
আবার, আলোচ্য ভিডিওটির ২২ সেকেন্ড থেকে ২৭ সেকেন্ডে ভূমিকম্পে একটি স্থাপনা ভেঙে পড়ার দৃশ্য দেখানো হয়। স্ক্রিনশট দেখুন--
এই ভিডিওটি থেকেও কী-ফ্রেম নিয়ে সার্চ করে ২০১৫ সালের ৩০ এপ্রিল 'Setopati' নামে একটি ইউটিউব চ্যানেলে "Earthquake in Nepal 2015, CCTV footage" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, আলোচ্য ক্লিপটির সাথে এই ইউটিউব ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিপুরেশ্বর নামের একটি স্থানে ওই ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটির ১ মিনিট ৩০ সেকেন্ড থেকে দেখুন--
অর্থ্যাৎ বিভিন্ন সময়ে নেপাল ও তুরস্কে ঘটা ভূমিকম্পের সময়কার ভিডিও ফুটেজকে সম্প্রতি সিলেটের ভূমিকম্প বলে প্রচার করা হচ্ছে।
সুতরাং ভিন্ন দেশের ভূমিকম্পের ঘটনার ভিডিওকে সিলেটের সাম্প্রতিক ভূমিকম্পের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।