ভুয়া শিরোনামে দানবাকৃতির মাছ ধরা পড়ার ছবি ও সংবাদ প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে দানবাকৃতির মাছ ধরা পড়ার কথা উল্লেখ থাকলেও সংবাদের বিস্তারিত অংশে এর কোনো বর্ণনা নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি সংবাদ শেয়ার দিয়ে বলা হচ্ছে, বন্যার কারণে উঠানে পানি উঠে আসায় সেই পানি থেকে বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে। শেয়ার করা ওই সংবাদের কভার ছবিতে টেটা হাতে এক যুবককে দেখা যাচ্ছে এবং টেটার সামনে একটি বিশাল আকৃতির মাছের ছবি যুক্ত করা আছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২৩ সেপ্টেম্বর "Btv I বিটিভি" নামে একটি ফেসবুক পেজ থেকে অখ্যাত একটি পোর্টালের সংবাদের লিংক শেয়ার করে লেখা হয়, "বন্যায় বাড়ির উঠান থেকে ধরা পড়লো দানব আকৃতির বিশাল বড় মাছ"। সংবাদটিও হুবহু একই শিরোনামে প্রকাশ করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সংবাদটি সঠিক নয় ও বিভ্রান্তিকর। গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা একটি ইউটিউব ভিডিওর থাম্বনিল যুক্ত করে ওই সংবাদের কভার ইমেজ তৈরি করা হয়েছে। এছাড়া শিরোনামে দানবাকৃতির মাছ ধরা পড়ার কথা লেখা হলেও সংবাদের বিস্তারিত অংশে সেরকম কোনো তথ্য নেই।
ফেসবুক পোস্টগুলোতে শেয়ার করা সংবাদটিতে দেখা যায়, পোস্টের বর্ণনা ও শিরোনাম একই থাকলেও সংবাদের বিস্তারিত অংশ সম্পূর্ণ ভিন্ন। সেখানে পেশা হিসেবে মাছ ধরা, মাছের পুষ্টিগুণ, মাছ ধরার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে লেখা আছে। সেখানে বিশালাকৃতির মাছ ধরা পড়ার ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি। স্ক্রিনশট দেখুন--
ফেসবুকে প্রচারিত সংবাদের সাথে যুক্ত ছবিটির প্রাসঙ্গিকতা খুঁজতে সার্চ করে ইউটিউবে ওই ছবিটির মতন হুবহু একটি থাম্বনিল খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
ইউটিউব ভিডিওটির ভিতরে ঢুকে দেখা যায়, ভিডিওটি ২০২১ সালের ৫ সেপ্টেম্বর "Best Tata Fishing Moment ❤️ বন্যায় বাড়ির উঠান থেকে টেটা দিয়ে মাছ শিকার ❤️ Amazing Fishing at Home" শিরোনামে প্রকাশিত হয়। ভিডিওটির থাম্বনিলে একটি বিশালাকৃতির ক্যাটফিশ জাতীয় মাছের ছবি সংযুক্ত থাকলেও ভিডিওটির ভিতরে সেরকম কোনো দৃশ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, ভিডিওটিতে টেটা নামের একপ্রকার দেশী সরঞ্জাম দিয়ে একটি ছেলেকে মাছ ধরতে দেখা গেছে। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থ্যাৎ শিরোনামের সাথে অসঙ্গতিপূর্ণভাবে সংবাদ লিখে কভার ইমেজ হিসেবে ইউটিউবে প্রকাশিত একটি মাছ ধরার ভিডিওর থাম্বনিল যুক্ত করে দানবাকৃতির মাছ ধরা পড়ার খবর প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।