স্কুলছাত্রী নিহতের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচার
কলাবাগানের স্কুলছাত্রীর বিষয়ে 'চাঞ্চল্যকর তথ্য প্রমাণ' এর দাবি করা হলেও পুরো ভিডিওতে সেরকম কিছুই পাওয়া যায়নি।
ফেসবুকে একটি ভিডিওতে সাম্প্রতিক কলাবাগানের স্কুলছাত্রীর হত্যা-মামলার বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দেয়া হবে বলে দাবি করা হয়। দেখুন সেই ভিডিও এর লিঙ্ক এখানে এবং এখানে।
BD Top News নামের পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যার শিরোনাম, 'আনুশকা - দিহানের মোবাইল থেকে এসব কি বের হছে'। ভিডিওটির শুরুতেই বলা হয়, ভিডিওটিতে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রমানসহ দেয়া হবে। এছাড়া শিরোনামের দাবিমতে, আনুশকা এবং অভিযুক্ত দিহানের মোবাইল-সংক্রান্ত কিছু দেখানো হবে। উক্ত ভিডিওটি ৬০০ এর অধিক শেয়ার হয়েছে এবং রিএকশন দিয়েছে প্রায় ১১ হাজার ভিউয়ার। এ দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ ভিডিওটি যাচাই করে দেখে, ভিডিওটি বিভ্রান্তিকর। প্রথমত, ভিডিওটির শিরোনামে আনুশকা-দিহানের মোবাইল থেকে কিছু তথ্য-প্রমাণ বের করার কথা বললেও পুরো ভিডিওটিতে তেমন কিছুই হাজির করতে পারেননি বক্তা।
এছাড়া শুরুতে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রদানের দাবি করা হলেও, ১ মিনিট ৫৬ সেকেন্ডে ময়নাতদন্তকারী চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তার যে আংশিক ভিডিও দেখানো হয়েছে সেগুলো মূলধারার খবরমাধ্যমের ভিডিও থেকে নেয়া। মূলত চ্যানেল ২৪ এর একটি প্রতিবেদন থেকে ময়নাতদন্তকারী চিকিৎসক ডাঃ সোহেল মাহমুদ এবং পুলিশ কর্মকর্তার বক্তব্য অংশটুকু নতুন করে প্রচার করা হচ্ছে এই ভিডিওটিতে। দেখুন চ্যানেল ২৪ এর ভিডিওটি--
এছাড়া ভিডিওটির আরেক অংশে নিহত স্কুলছাত্রীর মায়ের একটি বক্তব্য প্রচার করা হয়। সেটিও একাধিক মূলধারার খবরমাধ্যমে প্রচারিত হয়েছে বেশ আগে।
সুতরাং শিরোনামে এবং উপস্থাপকের করা দাবিগুলো মূল ভিডিওতে অনুপস্থিত থাকায় ভিডিওটি বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত হয়েছে।