ফেক নিউজ
না, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোন ঘোষণা এখনো আসেনি
আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি বাড়ানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে 'সুখবরঃ খুলে দেয়া হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান' এবং 'সুখবরঃ অপেক্ষা শেষ, মার্চে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান' শিরোনামে কিছু পোস্ট ছড়ানো হচ্ছে। বিভিন্ন অনলাইন পোর্টালের বরাতে এসব খবরের লিঙ্ক সংযুক্ত করে পোস্ট দেয়া হচ্ছে। এরকম খবর দেখুন এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্ট চেক:
ফেসবুকে ছড়ানো পোস্টগুলোর সাথে সংযুক্ত লিঙ্কে ক্লিক করে দেখা যায় সেখানে শিরোনামে মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও মূল খবরে এরকম কোন তথ্য নেই। বরং সেখানে ফেব্রুয়ারীর ২৮ তারিখ পর্যন্ত ছুটি বৃদ্ধির খবর দেয়া হয়েছে। সাথে মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
গুগল সার্চে দেখা যায় দুটি খবরের মধ্যে একটি সম্পূর্ণভাবে ডেইলী ক্যাম্পাসের একটি প্রতিবেদন থেকে কপি করা। ডেইলী ক্যাম্পাসের খবরটি দেখুন এখানে।
তাছাড়া মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত কোন নির্দেশনা শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসেছে বলে কোন খবর মূলধারার কোন সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
গত ১১ ফেব্রুয়ারীর বণিকবার্তার একটি খবর অনুযায়ী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যত দ্রুত সম্ভব সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানালেও কবে খোলা হবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি।
Claim : সুখবরঃ অপেক্ষা শেষ, মার্চে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
Claimed By : News Outlets
Fact Check : Misleading
Next Story