ফেক নিউজ
ক্রিকেটার নাসিরকে নিয়ে বিভ্রান্তিকর খবর
বঙ্গোপসাগরে সাতার কাটতে গিয়ে নাসিরের অবস্থা করুণ- এমন শিরোনামের খবরের ভেতরের রয়েছে ভিন্ন তথ্য
'বঙ্গোপসাগরে সাতার কাটতে গিয়ে নাসিরের অবস্থা করুণ' শিরোনামে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন পোর্টালে ও সামাজিকব মাধ্যমে পোস্ট করা হচ্ছে যেখানে পোস্টের সাথে শয্যাশায়ী অবস্থায় নাসিরের একটি ছবিও সংযুক্ত করা হয়েছে। দেখুন এখানে ও এখানে।
ফ্যাক্ট চেক:
প্রকৃতপক্ষে যেসব অনলাইন পোর্টালের প্রতিবেদনের সূত্র ধরে ফেসবুকে পোস্টগুলো ছড়ানো হচ্ছে সেসব প্রতিবেদনে শিরোনাম সংশ্লিষ্ট কোন খবর নেই। বরং সেখানে লেখা রয়েছে-
''ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তামিমা সুলতানার প্রথম স্বামী রাকিব হাসান। মিস্টার হাসানের আইনজীবী ইশরাত হাসান বিবিসি বাংলাকে বলেছেন, আদালত 'তামিমা সুলতানার
স্বামী' রাকিব হাসানের জবানবন্দী গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। মার্চের ৩০ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে পিবিআইকে। মিস্টার হাসান তামিমা সুলতানাকে তার স্ত্রী দাবি করে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে কথা বলে আসছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।''
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে এই খবরও মূলত ২৪ ফেব্রুয়ারীর বিবিসি বাংলার একটি খবর থেকে কপি করে প্রকাশ করা হয়েছে। তামিমা সুলতানার স্বাবেক স্বামী রাকিব হাসান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করলে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয় বিবিসি বাংলার প্রতিবেদনটিতে।
বিবিসি বাংলার প্রতিবেদনটি দেখুন এখানে।
একইসাথে অনলাইন পোর্টালের প্রতিবেদনের সাথে সংযুক্ত নাসির হোসেনের ছবির রিভার্স ইমেজ অনুসন্ধান চালিয়ে দেখা যায় যে ছবিটি সাম্প্রতিক নয়। ২০১৮ সালের এপ্রিলে হাঁটুর ইনজুরিতে পড়া নাসির জুনে অস্ট্রেলিয়াতে গিয়ে হাঁটুর অস্ত্রোপচার করান। সেসময় দেশের মূলধারার বিভিন্ন সংবাদমাধ্যমে হাসপাতালের বেডে শোয়া নাসিরের ছবিসহ খবর প্রকাশিত হয়। দেখুন এখানে ও এখানে।
Claim : বঙ্গোপসাগরে সাতার কাটতে গিয়ে নাসিরের অবস্থা করুণ
Claimed By : Online portals
Fact Check : False
Next Story