ফেক নিউজ
মাদকসহ আটক কথিত সাংবাদিকের ছবি ঘিরে বিভ্রান্তিকর তথ্য
মূলধারার সংবাদমাধ্যমে আসা মাদকসহ আটক ব্যক্তির ছবিকে ভিন্ন একজনের নাম দিয়ে ছড়ানো হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়ানো হচ্ছে যেখানে ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক এক ব্যক্তির হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে তার নাম সাইফুল বলে দাবি করা হচ্ছে। এর সাথে আরো কিছু তথ্য দেয়া হচ্ছে যা মূলধারার কোন সংবাদমাধ্যমে আসেনি। তথ্যগুলো দেখে স্যাটায়ার প্রকৃতির মনে হলেও সেখানে স্যাটায়ারধর্মী কোন ডিসক্লেইমার দেয়া নেই, আবার এগুলোর কোন সঠিক সূত্রও উল্লেখ করা নেই।
আরো একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে ফেসবুক পোস্টের ছবির এই ব্যক্তির নাম মূলত বিল্লাল শেখ। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে কথিত এই সাংবাদিককে চান্দিনা পৌরসভার বেলাশহর এলাকার নিজ বাসা থেকে ফেন্সিডিলসহ আটক করে চান্দিনা থানা পুলিশ। পুলিশের ভাষ্যমতে তার বিরুদ্ধে অবৈধ নারী ব্যবসা, মাদক, চাঁদাবাজিসহ চান্দিনা ও কুমিল্লা কোতয়ালী থানায় অন্তত ৪টি মামলা রয়েছে।
সুতরাং পুলিশের হাতে আটক একজনের ছবিকে ভিন্ন কারো নাম দিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর।
Claim : কুমিল্লার চান্দিনায় ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক কথিত সাংবাদিকের নাম সাইফুল
Claimed By : Facebook posts
Fact Check : Misleading
Next Story