ফেসবুকের হাইলাইট ফিচার ও প্রোফাইল ভিজিটর নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা
বুম বাংলাদেশ দেখেছে, '@highlight' দিয়ে আইডির নিরাপত্তার অবস্থা জানা যায় না এবং ফেসবুকে প্রোফাইল ভিজিটর দেখার সুযোগ নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, @ এর সাথে highlight লিখে কমেন্ট করে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার স্ট্যাটাস জানা যায়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৭ জানুয়ারি 'Mir Mosharef Omi' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে "আপনার ফেইসবুক আইডি স্ট্রং/মজবুত আছে কিনা বুঝার নতুন উপায়ঃ কমেন্ট বক্সে গিয়ে প্রথমে লিখুন @ যদি highlight লিখা আসে, তাহলে সেটা সেট করুন। যদি @highlight লেখাটি এরকম নীল কালারের হয় তাহলে বুঝবেন আপনার আইডি মজবুত আছে এবং সহজে কেউ হ্যাক করতে পারবে না। ধন্যবাদ সবাইকে" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও '@highlight' ফিচার নিয়ে আরো একটি ভিন্ন দাবির ফেসবুক পোস্ট পাওয়া যায়। এতে বলা হয়, "@ এর সাথে highlight লিখে কমেন্ট করে ফেসবুক অ্যাকাউন্ট কে কে লুকিয়ে ভিজিট করে তা জানা যায়"। এ ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। এরকম একটি পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। '@highlight' ফেসবুকের একটি 'পোস্ট রিচ' ও 'এঙ্গেজমেন্ট' ফিচার মাত্র। এই ফিচারের মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তার অবস্থা কিংবা অ্যাকাউন্টের ভিজিটরের সম্পর্কে জানা যায় না। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রোফাইল ভিজিটর দেখার কোনো উপায় বা সুযোগ নেই।
কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে আমেরিকান তথ্য যাচাই প্রতিষ্ঠান 'স্নোপস'-এ ২০২৩ সালের ২৭ নভেম্বর "Does Typing '@' in a Facebook Comment and Clicking 'Highlight' Reveal 'Page Watchers'?" শিরোনামে প্রকাশিত একটি তথ্য যাচাই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে distractify নামক ট্রেন্ডি কন্টেট রিলেটেড সাইটের বরাতে উল্লেখ করা হয়, হাইলাইট কমেন্টের মাধ্যমে একটি পোস্ট ঐ পেজ, প্রোফাইল বা গ্রুপ সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে পোস্টটির রিচ বা এঙ্গেজমেন্ট (মূলত দৃষ্টি আকর্ষণ) বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, সামাজিক মাধ্যম ফেসবুক তাদের হেল্পসেন্টার সাইটে উল্লেখ করেছে যে- ফেসবুক তার ব্যবহারকারীদেরকে প্রোফাইল ভিজিটর সম্পর্কে কোনো তথ্য দেখতে দেয় না। এমনকি কোনো থার্ড পার্টি এপ্লিকেশনের মাধ্যমেও সেটি সম্ভব নয়। হেল্প সেন্টারের নোট এর স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে ফেসবুকের হেল্প সেন্টারের আলোচ্য নোটটি (নির্দেশিকা) পাওয়া যায়। এতে বলা হয়, ফেসবুক কাউকে তার প্রোফাইল ভিজিটদের ব্যাপারে জানতে দেয় না। এবং কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও তা জানা সম্ভব নয়। পাশাপাশি যদি কোনো অ্যাপ এই অফার দিয়ে থাকে তার ব্যাপারে ফেসবুকের কাছে রিপোর্ট করার জন্যও ব্যবহারকারীদের বলা হয়েছে। নোটটির স্ক্রিনশট দেখুন--
এছাড়া বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে '@highlight' কমেন্টের মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তা বিষয়ক স্ট্যাটাস জানার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ '@highlight' ফিচারের মাধ্যমে কেবলমাত্র 'রিচ' বা 'এঙ্গেজমেন্ট' (মূলত দৃষ্টি আকর্ষণ) বৃদ্ধি করা যায়। এছাড়াও কোনো উপায়েই ফেসবুকের প্রোফাইল ভিজিটর দেখার কোনো সুযোগ বা পদ্ধতি নেই।
সুতরাং ফেসবুকে '@highlight' কমেন্ট নিয়ে এবং গণমাধ্যম সহ ফেসবুকের বিভিন্ন পেজ-গ্রুপে প্ল্যাটফর্মটিতে প্রোফাইলের ভিজিটর দেখার বিষয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।