পাকিস্তানে স্কুল খোলা নিয়ে বাংলাদেশে বিভ্রান্তিকর খবর
মূলত ১৮ জানুয়ারী থেকে পাকিস্তানে ধাপে ধাপে স্কুল খোলা হবে বলে সংবাদ মাধ্যমের সূত্রে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
'১৮ জানুয়ারি থেকে আবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান' শিরোনামে একটি তথ্য ফেসবুকে ছড়ানো হচ্ছে যেখানে ফেসবুক ব্যবহারকারীরা খবরটিকে বাংলাদেশের মনে করে মন্তব্য করছেন। প্রতিবেদনটি দেখুন এখানে।
আর্কাইভ করা আছে এখানে।
ফ্যাক্ট চেক:
TIMES TV News নামক ফেসবুক পেজটিতে দেয়া পোস্টের লিঙ্কে ক্লিক করলে দেখা যায় সেখানে লেখা রয়েছে-
''করো'নাভাই'রাসের সংক্রমণের মধ্যে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে পা'কিস্তান। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল দেশটি।পা'কিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, গতকাল সোমবার দেশটির শিক্ষামন্ত্রী সাফকাত মাহমুদ কয়েক ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান। রাজধানী ইস'লামাবাদে সংবাদ সম্মেলন করে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী সাফকাত জানান, গ্রেড ৯, ১০, ১১ এবং ১২-এর যাদের পরীক্ষা সামনে আছে, তাদের জন্য স্কুল ও কলেজ ১৮ জানুয়ারি থেকে খুলবে। আর প্রাই'মা'রি স্কুল থেকে গ্রেড ৮ পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল খুলবে ২৫ জানুয়ারি থেকে। এবং বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে ১ ফেব্রুয়ারি থেকে।
শিক্ষামন্ত্রী আরো জানান, অনলাইন ক্লাসও আবার শুরু হচ্ছে ১১ জানুয়ারি থেকে। বোর্ডের পরীক্ষাগুলো জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে এর মধ্য যদি করো'না পরিস্থিতি আরো খা'রাপের দিকে যায়, তবে এসব সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। এ জন্য ১৪ ও ১৫ জানুয়ারি সভা করবে শিক্ষা মন্ত্রণালয়।''
অর্থাৎ মূল খবরে পাকিস্তানের কথা থাকলেও শিরোনামে পাকিস্তানে স্কুল খোলার বিষয়টি এড়িয়ে যাওয়ার কারণে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এটিকে বাংলাদেশে স্কুল খোলার খবর বলে মনে করছেন।
মূলত এই খবরটি এনটিভি অনলাইনে প্রকাশিত হয় বলে খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ এবং সেখান থেকেই উক্ত পোর্টালটি শিরোনাম পরিবর্তন করে বাকি প্রতিবেদন হুবহু কপি করে প্রকাশ করেছে। এনটিভির প্রতিবেদন দেখুন এখানে।
এ সংক্রান্ত পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর দেখুন এখানে ও এখানে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারী সোমবার পাকিস্তানের আন্ত: প্রদেশ শিক্ষামন্ত্রীদের এক বৈঠক শেষে আগামী ১৮ জানুয়ারী থেকে তিন ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়। ১৮ জানুয়ারী থেকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ২৫ জানুয়ারী থেকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, এবং ১ ফেব্রুয়ারী থেকে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান খুলবে বলে ঘোষণা দেয়া হয়।