ফেক নিউজ
বাপ্পী ও অপু বিশ্বাসকে নিয়ে বিভ্রান্তিকর শিরোনামের খবর
নির্মিতব্য একটি চলচ্চিত্র নিয়ে ২০১৯ সালে প্রকাশিত খবরকে পুনরায় প্রকাশ করা হচ্ছে।
সম্প্রতি চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে যেখানে তিনি নায়িকা অপু বিশ্বাসের সাথে তার বিয়ের কথা জানিয়েছেন বলে লক্ষ্য করা যায়। একটি অনলাইন পোর্টাল প্রতিবেদন করেছে 'আগামী মাসেই আমরা বিয়ে করছি: বাপ্পি' এই শিরোনামে। আরো কিছু প্রতিবেদন দেখুন এখানে ও এখানে।
এর সূত্র ধরে সামাজিক মাধ্যম ফেসবুকেও বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে খবরটি ছড়ানো হচ্ছে।
আরেকটি পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে বাপ্পী ও অপু বিশ্বাসকে নিয়ে প্রকাশিত শিরোনামগুলোতে তাদের বিয়ের কথা উল্লেখ করা হলেও মূলত খবরটি একটি চলচ্চিত্রের গল্পকে কেন্দ্র করে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু' চলচ্চিত্রে এই যুগল অভিনয় করেছেন। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি।
তাছাড়া বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের মূল খবরটিও পুরনো। ২০১৯ সালের ৭ অক্টোবরের আরটিভি অনলাইনের খবর অনুযায়ী, সেসময় রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটের আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে যান বাপ্পী ও অপু বিশ্বাস। সেখানে এক প্রশ্নের জবাবে নায়ক বাপ্পি জানান, 'আগামী মাসেই আমরা বিয়ে করছি। আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে। কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু' মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে।'
মূলত আরটিভি অনলাইনের এই খবরকেই কপি করে নতুন করে এখন আবারো প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমোদন পেলেও এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। দেখুন এখানে।
Claim : আগামী মাসেই আমরা বিয়ে করছি: বাপ্পি
Claimed By : Online portals
Fact Check : Misleading
Next Story