ফলাফল ঘোষণার আগেই ট্রাম্প নির্বাচিত হওয়ার ভুয়া খবর
অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটে নির্বাচিত হওয়ার খবরকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
''ব্রেকিং নিউজঃ অবশেষে জিতলেন ট্রা'ম্প'' মর্মে একটি খবর বাংলাদেশ সময় বুধবার বিকালে কিছু অনলাইন পোর্টালে ও সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে। দেখুন এখানে। আর্কাইভ করা আছে এখানে।
খবরটিতে বলা হয়েছে, ''ব্যাটলগ্রাউন্ড খ্যাত ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রা'ম্পের জয়জয়কার। ২৯ টি ইলেক্টোরাল ভোটের রাজ্যে রিপাবলিকান প্রার্থী ট্রা'ম্প ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট।
দেখা যাচ্ছে, প্রতিবেদনের ভেতরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শুধু ফ্লোরিডা ও ওহাইও রাজ্যের ফলাফলে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার তথ্য দেয়া হয়েছে। কিন্তু শিরোনামে এইসব রাজ্যের জয়ের তথ্য জানানোর পরিবর্তে শুধু "অবশেষে জিতলেন" কথাটি লেখা হয়েছে। এতে শিরোনামটি বিভ্রান্তি তৈরির সুযোগ রয়েছে।
সুতরাং পুরো নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই শিরোনামে "অবশেষে জিতলেন ট্রাম্প" ব্যবহার করে খবর পরিবেশন বিভ্রান্তিকর।