ফেক নিউজ
না, এইচএসসি পরীক্ষার সময় চূড়ান্ত হয়নি
কিছু অনলাইন পোর্টালে খবরের শিরোনামকে বিকৃত করে তৈরি করা হয়েছে বিভ্রান্তি।
"এইমাত্র পাওয়া এইচ এস সি পরীক্ষার সময় চূড়ান্ত" শিরোনামের একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
বেশ কয়েকটি অনলাইন পোর্টালে এমন খবর প্রকাশ করা হয়েছে ১০ ও ১১ আগস্ট। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে ও এখানে।
শিরোনামে "এইচ এস সি পরীক্ষার সময় চূড়ান্ত" বলা হলেও প্রতিবেদনগুলোতে ক্লিক করলে দেখা যায় ভেতরের তথ্যে পরীক্ষার সময়সূচি 'চূড়ান্ত' বলে কোনো তথ্য দেয়া নেই।
বরং লেখা হয়েছে, "স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বর বা অক্টোবরেই হতে পারে এইচএসসি পরীক্ষা"। অর্থাৎ, তারিখ চূড়ান্ত হয়নি এখনও।
'চুড়ান্ত' শব্দের ব্যবহারের কারণে প্রতিবেদনটির শিরোনামের কারণে বিভ্রান্তি তৈরির সুযোগ রয়েছে।
Claim : এইচএসসি পরীক্ষার সময় চূড়ান্ত
Claimed By : Website, Facebook Posts
Fact Check : False
Next Story