ভাইরাল ভিডিও: এরা কি ভ্যাকসিন না নিয়ে অভিনয় করেছেন?
ভারতের কর্নাটক রাজ্যের দুই স্বাস্থ্য কর্মকর্তার ভ্যাকসিন নেয়ার পোজ দেয়ার ভিডিও ক্লিপ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ফেসবুকে বিভিন্ন প্রোফাইল ও গ্রুপে একটি ভিডিও ক্লিপ ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন নার্স এক নারী ও এক পুরুষের শরীরে ইনজেকশনের সিরিঞ্জ পুশ করার চেষ্টা করছেন। তবে কারো শরীরেই সিরিঞ্জ পুশ করেননি।
ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশটিতে উৎপাদিত ভ্যাকসিন বাস্তবে না নিয়ে বরং ক্যামেরার সামনে সেটা নেয়ার অভিনয় করছেন।
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা: সুধাকরও এই ব্যাপারে 'ইন্ডিয়ান এক্সপ্রেসকে' তার বক্তব্য দিয়েছেন এবং জানিয়েছেন যে এই দু'জন কর্মকর্তা আসলেই ভ্যাকসিন নিয়েছেন। সাংবাদিকদের অনুরোধে ছবিটি তোলা হয় বলেও তিনি জানান। দেখুন এখানে।
কর্নাটক সরকারের 'ডিপার্টমেন্ট অব হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সার্ভিসেস' এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও 'ইন্ডিয়ান এক্সপ্রেস' এর বরাতে বিষয়টি নিয়ে ব্যাখ্যামূলক পোস্ট দেয়া হয়েছে।
অর্থাৎ, ইন্টারনেটে ছড়ানো ভিডিওটি ভ্যাকসিন গ্রহণের অভিনয় বা বিজ্ঞাপন ছিলো না। বরং ভ্যাকসিন গ্রহণের পর সংবাদকর্মীদের অনুরোধে সংবাদমাধ্যমের জন্য তোলা ছবি ও ফুটেজ ছিলো।