দুই টাকার নোট কি বিশ্বের সবচেয়ে সুন্দর নোট?
আট বছর আগের অসমর্থিত একটি সূত্রকে ব্যবহার করে দুই টাকার নোটকে বিশ্বের সবচেয়ে সুন্দর নোট বলে দাবী করা হচ্ছে।
সম্প্রতি কিছু অনলাইন পোর্টালে ও সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশী মুদ্রার দুই টাকার নোটকে 'বিশ্বের সবচেয়ে সুন্দর নোট' বলে একটি খবর প্রকাশিত হয়েছে।। ২০১২ সালে রাশিয়ার একটি বিনোদন পত্রিকার জরিপের ফলাফলের খবরকে সূত্র হিসেবে উল্লেখ করে বলা হয়, সেখানে প্রথম হয়েছিল বাংলাদেশের দুই টাকার নোট। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিল সাও টোমের ৫০ হাজার মূল্যমানের ডোবরা নোট, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছিল যথাক্রমে বাহামার ১ ডলারের নোট এবং বাহরাইনের ৫ দিনারের নোট।
দ্বিতীয়ত: খবরটি ৮ বছরে আগের হওয়া সত্ত্বেও কিছু পোর্টাল নতুন করে খবর হিসেবে তা প্রকাশ করছে যা বিভ্রান্তিকর।
তৃতীয়ত: 'আন্তর্জাতিক ব্যাংক নোট সোসাইটি' প্রতি বছর আনুষ্ঠানিকভাবে 'ব্যাংক নোট অব দ্যা ইয়ার' ঘোষণা করে থাকে। ২০১৯ সালের 'ব্যাংক নোট অব দ্যা ইয়ার' নির্বাচিত হয় আরুবা কেন্দ্রীয় ব্যাংকের ১০০ ফ্লেরিনের ব্যাংকনোট।
কথিত রাশিয়ান যে অনলাইন ম্যাগাজিনের জরিপের বরাতে 'বাংলাদেশের দুই টাকার নোট বিশ্বসেরা' বলে দাবি করা হয়েছে সেটি ওই ম্যাগাজিনের কিছু অনলাইন পাঠকের জরিপে প্রাপ্ত মতামতের ভিত্তিতে। সেই জরিপে কতজন মানুষের মতামত নেয়া হয়েছে তার কোনো তথ্যও পাওয়া যায়নি খবরে।