তুর্কি অ্যাপ 'বিপ' এর সাবস্ক্রিপশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য
হোয়াটসঅ্যাপের গোপনীয়তার নীতি নিয়ে আলোচনার মধ্যে তুর্কি অ্যাপ বিপ-এর ব্যবহার বাড়লেও নতুন বৃদ্ধির সংখ্যাটি ৪ কোটি নয়।
কিছু অনলাইন পোর্টালের খবরের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'এরদোয়াদের আহ্বানে ৮ ঘন্টাতেই তুরস্কের এপ BiP এর ৪ কোটি গ্রাহকের বিশ্ব রেকর্ড' শীর্ষক একটি পোস্ট ছড়ানো হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে তুরস্কের রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন কোম্পানি Turkcell এর তৈরি অ্যাপ বিপে ৮ ঘন্টাতেই ৪ কোটি নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। তবে কোন তারিখে ৮ ঘন্টায় এত গ্রাহক যুক্ত হয়েছেন কা কোথাও উল্লেখ নেই। তাছাড়া এই খবরটি হুবহু একইভাবে ভিন্ন ভিন্ন পোর্টালে ভিন্ন ভিন্ন তারিখে প্রকাশিত হয়েছে। ১৩ জানুয়ারীর একটি পোর্টালের খবর দেখুন এখানে। ১৪ জানুয়ারীর একটি পোর্টালে খবর দেখুন এখানে।
আরেকটি পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশের কাছে অনেকে খবরটির সত্যতা জানতে চাইলে খোঁজ নিয়ে দেখা যায় সর্বশেষ গত ১৪ জানুয়ারীর একটি খবর অনুযায়ী গত ৬ দিনে ১০ মিলিয়ন তথা এক কোটি বিপ গ্রাহক বৃদ্ধি পাওয়ার খবর রয়েছে। দেখুন এখানে।
গত ১৩ জানুয়ারীর ডেইলী সাবাহ এর এক প্রতিবেদন অনুযায়ী গত ৬ জানুয়ারীর পরে গত শুক্রবার থেকে বিপের গ্রাহক সংখ্যা ৬ মিলিয়নের উপরে বৃদ্ধি পেয়ে ৬০ মিলিয়নে পার হয়েছে যা আগে সর্বমোট ৫৩ মিলিয়নের মত ছিল। প্রতিবেদনটি অনুযায়ী গত শুক্রবারের পর থেকে প্রতিদিন প্রায় ২ মিলিয়ন তথা ২০ লাখ করে অ্যাপটির ডাউনলোড বৃদ্ধি পেয়েছে। দেখুন এখানে।
তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের ১০ জানুয়ারীর একটি প্রতিবেদন অনুযায়ী গত ৯ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী এই ২৪ ঘন্টায় বিপের গ্রাহক ১.২ মিলিয়ন তথা ১২ লাখ বৃদ্ধি পেয়েছে। দেখুন এখানে।
তবে কোন সংবাদমাধমেই কোন তারিখে ৮ ঘন্টায় ৪ কোটি গ্রাহক বৃদ্ধির তথ্য নেই।