মেসি ব্রাজিলে বন্যার্তদের জন্য অনুদানের ঘোষণা দেননি
বুম বাংলাদেশ দেখেছে, যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে মনগড়া তথ্য দিয়ে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপে দেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে বলা হয়, ব্রাজিলের বন্যার্তদের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৯ মে 'Sunny Das' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ফটোকার্ড শেয়ার করে বলা হয়, "আবারো কিং মেসির মহানুভবতা দেখলো পুরো বিশ্ব❤️"। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "ব্রাজিলের বন্যার্তদের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড দান করলেন মেসি।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয় এবং ফটোকার্ডটি ভুয়া। ফটোকার্ডটি বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের ফটোকার্ডের আদলে তৈরি করা হলেও এরকম কোনো ফটোকার্ড বা সংবাদ যমুনা টেলিভিশন প্রকাশ করেনি।
আলোচ্য পোস্টে যুক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে ফটোকার্ডটিতে ৭ মে ২০২৪ লেখা থাকতে দেখা যায়। এর ভিত্তিতে সার্চ করে গত ৭ মে বা এর আগে ও পরে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে এমন কোনো সংবাদ কিংবা এমন কোনো ফটোকার্ডও খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, যমুনা টেলিভিশনের ফটোকার্ড পর্যবেক্ষণ করে আলোচ্য ফটোকার্ড এবং যমুনা টেলিভিশনের ফটোকার্ডের মধ্যে লেখার ফন্টের গড়মিল লক্ষ্য করা যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) এবং যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ থেকে নেওয়া একটি ফটোকার্ড (ডানে) পাশাপাশি দেখুন--
এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা কবলিত মানুষের জন্য লিওনেল মেসির সহায়তার কোনো খবর আন্তর্জাতিক গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। কোনো দুর্যোগে তারকারা কোনো অনুদান দিলে তা স্বাভাবিকভাবেই গণমাধ্যমে প্রচারিত হয়। যেমন, কি-ওয়ার্ড সার্চে ব্রাজিলের বন্যা কবলিত মানুষের সহায়তায় দেশটির সাবেক তারকা খেলোয়াড় রোনালদিনহো অবসর ভেঙ্গে প্রীতি ম্যাচ খেলার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এদিকে, আলোচ্য ফটোকার্ডটি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফটোকার্ডটির সত্যতা জানতে যমুনা টেলিভিশনের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। আলোচ্য ফটোকার্ডটি ফেক, যা যমুনা টেলিভিশনের বানানো নয় বলে চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়।
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি যমুনা টেলিভিশনের তৈরি করা নয় বরং চ্যানেলটির লোগো ও ফরম্যাট ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
সুতরাং যমুনা টিভির লোগো ব্যবহার করে ব্রাজিলের বন্যা ও লিওনেল মেসিকে জড়িয়ে মনগড়া তথ্য দিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে তা প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।