ফেক নিউজ
বিভ্রান্তিকর শিরোনামে এডিট করা ভিডিও ভাইরাল
পৃথক কয়েকটি লাইভ ভিডিও থেকে কেটে নেয়া অংশ দিয়ে ভিডিওটি বানিয়ে ফেসবুকে ভাইরাল করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে ''মসজিদের বৈধতা প্রশ্নে ৩ বাঘের লড়াই ! শামীম ওসমান -পার্থ - ভিপি নুর'' শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরণ নিয়ে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর কথা বলছেন।
যদিও এটাকে তিনজনের লাইভ ভিডিও বলা হচ্ছে কিন্তু বাস্তবে ভাইরাল হওয়া ভিডিওর প্রায় পুরো ৩৪ মিনিটই নূর একাই কথা বলে গেছেন। এছাড়া কথিত লাইভ ভিডিওটিতে নূরকে ভিন্ন ভিন্ন পোষাক পরিধান করা আবস্থায় কথা বলতে দেখা যাচ্ছে।
আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
প্রকৃতপক্ষে, ভিপি নূর, শামীম ওসমান ও আন্দালিব রহমান পার্থের লাইভ অনুষ্ঠানের ভিডিও বলে দাবি করা ভিডিওটি চারটি পৃথক ভিডিও থেকে অংশ বিশেষ কেটে নিয়ে একসাথে সংযুক্ত করা হয়েছে। যেমন একটি অংশ L TV Bangla নামক একটি ফেসবুক পেজের ৭ সেপ্টেম্বরের একটি লাইভ ভিডিওর অংশবিশেষ। দেখুন এখানে।
একইসাথে নুরুল হক নূরের অফিসিয়াল পেজে সেপ্টেম্বরের ২ তারিখে করা একটি লাইভ ভিডিও থেকে অপর একটি অংশ নেয়া হয়েছে। দেখুন এখানে।
এছাড়া শামীম ওসমান ও আন্দালিভ রহমান পার্থের অংশ Face The People নামক একটি ফেসবুক পেজের লাইভ ভিডিওতে অংশ নেয়া শামীম ওসমানের ক্লিপ থেকে এবং ডয়চে ভেলের একটি লাইভে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে আন্দালিভ রহমান পার্থের ভিডিও থেকে নিয়ে সংযুক্ত করা হয়েছে। ভিডিও দুটি দেখুন এখানে ও এখানে।
অর্থাৎ, ভিপি নুর, আন্দালিব রহমান এবং শামীম ওসমান একসাথে একটি লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেছেন, যাকে 'তিন বাঘের লড়াই' বলে তুলে ধরা হয়েছে- এ দাবিটি ভুয়া ও বিভ্রান্তিকর।
Claim : \"মসজিদের বৈধতা প্রশ্নে ৩ বাঘের লড়াই ! শামীম ওসমান -পার্থ - ভিপি নুর\"
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story