'মিসাইল হামলার সুস্পষ্ট প্রমাণ' নয়, ভুয়া ভিডিও
বিস্ফোরণের ঘটনার একটি ভিডিওকে এডিট করে তাতে মিসাইল আঘাত হানার দৃশ্য যোগ করা হয়েছে।
বৈরুতের বন্দরে বিস্ফোরণের ঘটনা সংক্রান্ত বেশ কিছু ভুয়া ভিডিও সামাজিক মাধম্যে ছড়িয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে ইতোমধ্যে আগুনে পুড়তে থাকা কিছু ভবনের ওপর হঠাৎ করে 'মিসাইল সদৃশ্য' কিছু একটা আঘাত হানে, এবং এরপর সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে।
অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও এই ভিডিও ছড়িয়েছে। ভিডিওটি থেকে কিছু স্ক্রিনশট নিয়ে "লেবাননের বৈরুত বন্দরে মিসাইল হামলার সুস্পষ্ট প্রমাণ" হিসেবে অনেকে ফেসবুকে প্রচার করছেন। তেমনই একটি পোস্টের স্ক্রিনশট দেখুন--
পোস্টদাতা কমেন্টে ভিডিওটি যোগ করেছেন। একই ভিডিওর আরও উন্নত রেজুলোশনে দেখুন এখানে।
উন্নত রেজুলোশনের একই ভিডিও থেকে নেয়া নিচের স্ক্রিনশটটিতের লাল গোল চিহ্নিত বস্তুটির প্রতি খেয়াল করুন। দাবি করা হচ্ছে, এটি একটি মিসাইল, যা আঘাত হানার পর বড় বিস্ফোরণটি ঘটে--
কিন্তু বাস্তবে এই দাবি সত্য নয়। ইতমোধ্যে আন্তর্জাতিক অনেক সংবাদমাধ্যম ও ফ্যাক্ট চেকিং সংস্থা প্রমাণ করেছে যে, বিস্ফোরণের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের তোলা একটি ভিডিও এডিট করে তাতে 'মিসাইল' যোগ করা হয়েছে। মূল ভিডিওতে কোনো মিসাইলের আঘাতের দৃশ্য নেই।
মূল ভিডিওটি দেখুন এখানে।