ফেক নিউজ
প্রথম আলোর রিপোর্ট বিকৃত করে প্রচার
প্রকৃত শিরোনামে থাকা 'কনডেম' শব্দকে এডিট করে 'কনডম' বানানো হয়েছে।
ফেসবুকে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, "কারাগারে কনডম সেলে আয়শা ও পাঁচ আসামি"। রিপোর্টের ভেতরেও এক জায়গায় লেখা হয়েছে 'কনডম' শব্দটি।
দেখুন এমন একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট--
কিছু কিছু ফেসবুক পোস্টে রিপোর্টটিকে দৈনিক প্রথম আলোর বলেও দাবি করা হয়েছে।
যদিও যাচাইয়ে দেখা যাচ্ছে, প্রথম আলোর রিপোর্টের শিরোনামে 'কনডম' শব্দটি ব্যবহার করা হয়নি। বরং প্রথম আলোর শিরোনাম ছিলো, ""কারাগারে কনডেম সেলে আয়শা ও পাঁচ আসামি"। এখান থেকে 'কনডেম' শব্দটিকে এডিট করে 'কনডম' বানিয়ে ফেসবুকে প্রচার করা হয়েছে।
প্রথম আলোর ২ অক্টোবরের প্রিন্ট পত্রিকা এবং ই-পেপারে মূল প্রতিবেদনের স্ক্রিনশট ও ছবি দেখুন নিচে--
Claim : পত্রিকার শিরোনাম, \"কারাগারে কনডম সেলে আয়শা ও পাঁচ আসামি\"
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story