মাহাথির মোহাম্মদ এর মৃত্যুর ভুয়া খবর ফেসবুকে
বুম বাংলাদেশ দেখেছে, খবরটি ভুয়া এবং গণমাধ্যম বলছে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি মারা গেছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখান এবং এখানে।
গত ২৫ জানুয়ারি 'Mohammed Jahirul Islam' নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি পোস্ট করে বলা হয়, "চলে গেলেন দক্ষিন এশিয়ার অন্যতম নেতা আধুনিক ও সমৃদ্ধ মালয়শিয়ার রুপকার ড.মাহাথির মোহাম্মদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।" ওই পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মৃত্যুর খবরটি ভুয়া। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সর্বশেষ খবর অনুযায়ী, মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং এরইমধ্যে তাঁকে আইসিইউ থেকে নিয়মিত ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সে "Malaysia former PM Mahathir recovering, moved to regular ward" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা ২৬ জানুয়ারি প্রকাশিত হয়েছে। রয়টার্সে প্রতিবেদন থেকে জানা যায় মাহাথির মোহাম্মদ এর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ক্রমশ সুস্থ হওয়ায় তাঁকে আইসিইউ থেকে নিয়মিত ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
২৬ জানুয়ারি দেশীয় গণমাধ্যম প্রথম আলো'তেও খবরটি রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত হতে দেখা গেছে। দেখুন--
পাশাপাশি, মাহাথির মোহাম্মদ এর মেয়ে Marina Mahathir এবং Dr Mahathir Mohamad এর ব্যক্তিগত টুইটার একাউন্টেও তাঁর স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দেয়া হচ্ছে। সর্বশেষ এই দুই টুইটার একাউন্ট থেকে পাওয়া বিবৃতিতে জানানো হয়েছে, মাহাথির মোহাম্মদ অবস্থা এখন স্থিতিশীল, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন।
Marina Mahathir এর টুইটটি দেখুন--
এছাড়া, Dr Mahathir Mohamad ভেরিফাইড একাউন্টের টুইটটি দেখুন--
উল্লেখ্য দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির অসুস্থ হয়ে তিনি বর্তমানে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। আগেও তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে বাইপাস সার্জারি করতে হয়েছিল।
সুতরাং মাহাথির মোহাম্মদ এর মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।