'হানিমুনে কাজলের প্রতিরাতে খরচ ৩৩ লাখ টাকা!' খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, বলিউড তারকা কাজল আগারওয়ালের মধুচন্দ্রিমা নিয়ে খবরটি দুই বছর আগে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের কয়েকটি পেজ থেকে বলিউড তারকা কাজল আগারওয়ালের মধুচন্দ্রিমার ব্যয় নিয়ে একটি খবরের লিংক প্রকাশ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে হানিমুনে প্রতিরাতে খরচ ৩৩ লাখ টাকা। দেখুন এমন কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২১ মে 'News24' নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি নিউজ পোর্টালের একটি খবরের লিংক পোস্ট করে লেখা হয়, "হানিমুনে কাজলের প্রতিরাতে খরচ ৩৩ লাখ টাকা!"। দেখুন পোস্টের স্ক্রিনশট--
হুবহু একই শিরোনামে প্রকাশিত খবরটির বিস্তারিত অংশে দেখা যায় খবরটি প্রকাশের তারিখ অর্থাৎ ডেটলাইন ২০ মে ২০২২। কপিরাইট এড়াতে খবরটির বিস্তারিত অংশে শব্দের মাঝে অযাচিতভাবে যতি চিহ্ন ব্যবহার করা হয়েছে। খবরটি ফেসবুকে পোস্ট করার সময় ও প্রকাশের তারিখ দেখলে স্বাভাবিকভাবেই পাঠকের কাছে মনে হবে খবরটি সাম্প্রতিক। দেখুন বিস্তারিত অংশের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং দুই বছর পুরোনো। ২০২০ সালের নভেম্বর মাসে দেশের মূলধারার কয়েকটি গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। তন্মধ্যে একটি অনলাইন গণমাধ্যমের খবর শিরোনাম সহ হুবহু কপি করে আলোচ্য খবরটি নতুন করে তৈরি করা হয়েছে।
কি ওয়ার্ড সার্চ করে শিরোনাম সহ হুবহু খবরটি অনলাইন নিউজ পোর্টাল 'আজকের বাংলাদেশ'-এ পাওয়া যায়, যা ২০২০ সালের ১০ নভেম্বর প্রকাশিত হয়। "হানিমুনে কাজলের প্রতিরাতে খরচ ৩৩ লাখ টাকা!" শিরোনামে প্রকাশিত খবরটির স্ক্রিনশট দেখুন--
আলোচ্য নিউজ পোর্টালের খবর ও আজকের বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত দুই বছর আগের খবরটির বিস্তারিত অংশের পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ দুই বছর আগে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত খবরকে হুবহু কপি করে কপিরাইট এড়াতে শব্দের মাঝে অযাচিতভাবে যতিচিহ্ন ব্যবহার করে নতুন করে প্রকাশ করা হয়েছে।
এদিকে খবরটি একই তারিখে অর্থাৎ ২০২০ সালের ১০ নভেম্বর দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ভার্সনে "পানির নিচে হানিমুন, এক রাতের খরচ ৩৩ লাখ!" শিরোনামে প্রকাশিত হতে দেখা গেছে। এছাড়া, দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে এর আগের দিন অর্থাৎ ২০২০ সালের ৯ নভেম্বর "পানির নিচে হানিমুন, খরচ প্রতি রাত ৪২ লাখ টাকা" শিরোনামে একই খবর প্রকাশিত হয়। দৈনিক সমকালে প্রকাশিত খবরটির স্ক্রিনশট দেখুন--
সুতরাং দুই বছর আগের নিউজ ভ্যালুহীন একটি পুরোনো খবরকে নতুন দিন তারিখ দিয়ে প্রকাশ করে নতুন করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।