জাস্টিন ট্রুডোর তোলা এই সেলফিটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, বারাক ওবামার সাথে জাস্টিন ট্রুডোর তোলা সেলফিকে এডিট করে তারেক রহমানের ছবি বসানো হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তারেক রহমানের সাথে সেলফি তুলেছেন জাস্টিন ট্রুডো। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
১০ ঘন্টা আগে 'Tarique Rahman Hart' নামে একটি ফেসবুক আইডি থেকে এমন একটি ছবি পোস্ট করে বলা হয়, "#তারেক_রহমান #জাস্টিন_ট্রুডো। তারেক রহমানের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজে সেলফি তুলেন। তারেক রহমান তো এটা নিয়ে প্রচারনা চালায় নাই। কারন তার সাথে এরকম অনেক বিশ্বনেতারাই ছবি তুলেন তার যে এটা বিক্রি করে খেতে হবে সেটা কিন্তু না। সেটা করে শুধু আওয়ামী লীগই তারা কারো সমর্থন না পেয়ে জোর করে ছবি তুলে সমর্থন দাবী করে। একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে এটা লজ্জাজনক নিজে তো ছোটই আমার দেশটাকেও ছোট করছে। আর তারেক রহমান বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌছে দেওয়ার চেষ্টা করছে। তাই তারেক রহমান দেশের ঢাল আর শেখ হাসিনা তলোয়ার।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ পোস্টে দাবি করা হচ্ছে, জাস্টিন ট্রুডো তারেক রহমানের সাথে ওই সেলফিটি তুলেছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয় এবং ছবিটি এডিটেড। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তোলা একটি সেলফিকে এডিট করে ওবামার স্থলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে ২০১৭ সালের ১৮ জানুয়ারি 'A brief look at the long friendship between the US and Canada' শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। তবে, ওই ছবিটিতে জাস্টিন ট্রুডোর সাথে তারেক রহমানকে নয় বরং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য ছবি (বামে) এবং বিবিসির ওয়েবসাইটে প্রাপ্ত ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ মূল ছবিটিতে জাস্টিন ট্রুডোর সাথে থাকা বারাক ওবামার চেহারার স্থলে বিএনপি নেতা তারেক রহমানের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং একটি এডিটেড ছবি ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সেলফি তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো; যা যা বিভ্রান্তিকর।