বৃদ্ধকে নির্যাতনে অভিযুক্ত যুবলীগ নেতা বন্দুকযুদ্ধে নিহত হননি
কক্সবাজারে বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনকারী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ভুয়া খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম
কক্সবাজারের চকোরিয়া থানায় একজন বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতনে অভিযুক্ত এক যুবলীগ নেতা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে একটি খবর আজ বৃহস্পতিবার দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়েছে।
প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে খবরটি ইনকিলাবের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।
তবে ইনকিলাবের বরাতে এটি বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ফ্যাক্ট চেক:
বন্দুকযুদ্ধের খবরটি সঠিক কিনা জানতে চকোরিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরীর সাথে যোগাযোগ করেছে বুম বাংলাদেশ। তিনি জানিয়েছেন, বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহতের ঘটনাটি সত্য নয়। তাকে নিয়ে কোনো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ গুজব।
প্রসঙ্গত:
গত ২৪ মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় বৃদ্ধ মো. নুরুল আলম স্থানীয় যুবলীগ নেতা আনছুর আলম (৩৫) এর নির্যাতনের শিকার হন। আনছুর প্রকাশ্যে বৃদ্ধকে বিবস্ত্র করে মারধরের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে জাতীয় একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।