লালমনিরহাটে গ্রেফতার এই ব্যক্তিরা জামায়াত শিবিরের সদস্য নন
বুম বাংলাদেশ দেখেছে, যৌথবাহিনীর হাতে গ্রেফতার যুবদলের দুই নেতার ছবিকে জামায়াত শিবিরের সদস্যদের বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার দুই ব্যক্তির ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবির ব্যক্তিরা জামায়াত শিবিরের কর্মী। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
৮ঘন্টা আগে 'মোহাম্মদ আব্দুল বাছেদ সিহাব' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার দুই ব্যক্তির একটি ছবি শেয়ার করে বলা হয়, "দেখুন তো এদের চিনতে পারেন কি না কালীগঞ্জ বোটমারি এলাকা থেকে -জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনীকে ;রগ কাটার সরঞ্জাম সহ, গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ৮ফেব্রুয়ারি লালমনিরহাটে যৌথবাহিনীর হাতে গ্রেফতার হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুব অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নেতা। যুবদলের নেতাদের গ্রেফতারের ছবিকে জামায়াত শিবিরের সদস্যদের ছবি বলে দাবি করা হচ্ছে।
ছবিটির ব্যাপারে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের ওয়েবসাইটে গত ৮ ফেব্রুয়ারি "লালমনিরহাটে যুবদলের ২ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত হুবহু একটি ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যুবদলের দুই নেতাকর্মীকে গ্রেফতার করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে খোলাকাগজ নামে আরেকটি অনলাইন পোর্টালে গত ৭ ফেব্রুয়ারি "কালীগঞ্জে অস্ত্রসহ যুবদলের দুই নেতা আটক" শিরোনামে একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটি একই তথ্যসহ খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টে যুক্ত ছবির ব্যক্তিরা জামায়াত শিবিরের সদস্য নন বরং যুবদলের কর্মী।
সুতরাং যুবদলের দুই কর্মীকে গ্রেফতারের ছবি দিয়ে ওই ব্যক্তিরা জামায়াত শিবিরের সদস্য বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।