না, হাঁটু গেড়ে বসা বাইডেনের সামনে দাঁড়ানো ছেলেটি জর্জ ফ্লয়েডের নয়
২০২০ সালে সেপ্টেম্বরে মিশিগানের ডেট্রয়েটে সিজে ব্রাউন নামক এই শিশুর সামনে জো বাইডেন হাঁটু গেড়ে বসে শুভেচ্ছা বিনিময় করেন।
ফেসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি একটি শিশুর সামনে হাঁটু গেড়ে বসে কথা বলছেন। বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে, ছবিটি মার্কিন পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ছেলের যার কাছে বাইডেন তার পিতার হত্যার জন্য ক্ষমা চাইছেন।
উল্লেখ্য, গত বছর মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর মিনেসোটার মিনিয়াপোলিসের রাস্তায় জর্জ ফ্লয়েডের ঘাড়ে আমেরিকান পুলিশ অফিসার ডেরেক শভিনের হাঁটু গেড়ে বসে থাকার ৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তুলে। ওই ঘটনায় ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে শুরু হওয়া 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন যুক্তরাষ্ট্র হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি মার্কিন আদালত এই ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে সেকেন্ড ডিগ্রি মার্ডার, থার্ড ডিগ্রি মার্ডার এবং হোমিসাইড এই তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। শাস্তি ঘোষণা না করা পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন। সাজা হিসেবে কয়েক দশক জেল খাটতে হতে পারে তাকে।