প্রথম আলোর লোগো দিয়ে ব্র্যাক স্কুলে চাকরির বিজ্ঞপ্তিটি ভুয়া
বুম বাংলাদেশ যাচাই করেছে, প্রথম আলোর লোগো ব্যবহার করে ব্র্যাক স্কুলে চাকরির বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে, যা ভিত্তিহীন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপ থেকে প্রথম আলোর লোগো যুক্ত করে ব্রাক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তির একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, ব্র্যাক স্কুলের গণশিক্ষা প্রকল্পে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
গত ৮ সেপ্টেম্বর 'Newbangla Newbangla' নামের একটি আইডি থেকে 'Daily Job News / দৈনিক চাকরির খবর' নামের গ্রুপে এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে বলা হয়, "ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্প) এ নিয়োগ। ব্র্যাক স্কুল গণশিক্ষা প্রকল্পে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে । ই-মেইল= hr.bracschool@gmail.com ।" নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে প্রথম আলোর লোগো যুক্ত করে তৈরি করা আলোচ্য ফটোকার্ডটি এডিটেড। এছাড়া ব্রাক স্কুলের ওয়েবসাইটেও এ ধরণের কোন বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখা যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এই ধরণের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ১১ সেপ্টেম্বর প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্টে বলা হয়েছে, প্রথম আলোর নামে ছড়ানো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নকল, যা তাদের তৈরি নয়। এছাড়া বেসরকারি সংস্থা ব্র্যাকও প্রথম আলোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এই বিজ্ঞপ্তির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। নিচে পোস্টটি দেখুন--
অন্যদিকে, ব্র্যাক এর ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু সেখানে 'ব্র্যাক স্কুল' বা ব্র্যাক পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নেই।
এমনকি ব্র্যাক এর ভেরিফাইড ফেসবুক পেজেও 'ব্র্যাক স্কুল' বা ব্র্যাক পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ প্রথম আলোর লোগো যুক্ত করে তৈরি করা নিয়োগ বিজ্ঞপ্তিটি বানোয়াট ও ভিত্তিহীন।
সুতরাং একটি বানোয়াট ও ভিত্তিহীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম আলোর লোগো যুক্ত করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।