ফেক নিউজ
অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভুয়া খবর
ফেসবুকে ব্যবহৃত ছবিটি যমুনা টেলিভিশনের স্ক্রীনের একটি স্থিরচিত্রকে এডিট করে বানানো।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ক্রীনশট পোস্ট করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যমুনা টেলিভিশনের সংবাদ পাঠের একটি ছবি এবং নীচে স্ক্রলে লেখা ''অক্টবারে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: দেশের সকল বিশ্ববিদ্যালয় ও পালিটেকনিক ইন্সটিটিউট।''
ফ্যাক্ট চেক:
অনুসন্ধান চালিয়ে দেখা যায়, যমুনা টেলিভিশনে সম্প্রতি এরকম কোন সংবাদ প্রচারিত হয়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে খুঁজে সাম্প্রতিক সময়ে এমন কোনো খবর পাওয়া যায়নি।
তাছাড়া ফেসবুকে পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে যমুনার স্ক্রলের লেখাতে 'অক্টোবর' ও 'পলিটেকনিক' বানান দুটি ভুলভাবে 'অক্টাবর' ও 'পালিটেকনিক' লেখা হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যমুনা টিভির স্ক্রিনের একটি ছবি নিয়ে সেখানে স্ক্রলে এডিট করে অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি বসানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার কর্তৃক এখনো অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোভিড-১৯ পরিস্থিতিতে যখন পুনরায় বিদ্যালয় খুলবে তখন স্বাস্থ্যবিধি মেনে কী কী পদক্ষেপ নিতে হবে তার একটি নির্দেশিকা প্রকাশ করে। দেখুন এখানে।
Claim : অক্টবারে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: দেশের সকল বিশ্ববিদ্যালয় ও পালিটেকনিক ইন্সটিটিউট
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story