ইতালির লকডাউন-বিরোধী ভিডিওকে ফ্রান্সের মুসলিমদের ভিডিও বলে প্রচার
ফেসবুক পোস্টে ইতালির লকডাউন-বিরোধী আন্দোলনের ভিডিওকে ফ্রান্সের মুসলিমদের ভিডিও বলে ছড়ানো হচ্ছে।
ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, ভিডিওটি সাম্প্রতিক মহানবী (সাঃ) এর অবমাননার ঘটনায় ফ্রান্সের মুসলিমদের বিক্ষোভের ঘটনার। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে। এছাড়া আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
গত ২৬ অক্টোবর Ishtiaque Ahmed নামক একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায় রাতে একটি সড়কে নেমে কিছু ব্যক্তি গাড়ি ভাংচুর করছে। উক্ত ভিডিওটির ক্যাপশন ছিল--
"ফ্রান্সের মুসলিমদের বিক্ষোভ
(its real video or not.I don't know)
But I found This video in Instagram with the same caption"
ফ্যাক্ট চেক:
কিন্তু বুমের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ফ্রান্সেরও নয়। বরং আসল ভিডিওটি ২৪ অক্টোবর আপলোড করা হয় ভয়েস অফ আমেরিকার ইউটিউব চ্যানেলে যার ক্যাপশন দেয়া হয়েছে, "Police Cars Attacked During Protest in Italy" অর্থাৎ "ইতালিতে এক আন্দোলনে পুলিশের গাড়িতে হামলা"।
স্ক্রিনশট--
একই দিনে এ সংক্রান্ত বিবিসি'র একটি খবরে বলা হয়, ইতালির নেপলস শহরে ২৩ অক্টোবর, শুক্রবার রাতে লকডাউন-বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের গাড়িসহ বিভিন্ন জায়গায় হামলা করে আন্দোলনকারীরা।