ইসরায়েলকে পারমানবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়নি ইরান
বুম বাংলাদেশ দেখেছে, ইরানের পরমানু কর্মসূচীতে হামলা করলে ইসরায়েলের পারমানবিক স্থাপনায় হামলার ঘোষণা দিয়েছে ইরান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইসরায়েলে পারমানবিক অস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৯ এপ্রিল বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েন্টি ফোরের ভেরিফায়েড ফেসবুক পেজ 'Channel 24' থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "প্রয়োজনে পারমাণবিক অ'স্ত্র ব্যবহারের ইঙ্গিত ইরানের!।" ভিডিও প্রতিবেদনে প্রতিবেদককে বলতে শোনা যায়, "ইরানের পারমানবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হলে পারমানবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে দেশটির সিনিয়র কমান্ডার আহমাদ হাগতলব ।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ইরানের পরমাণু কর্মসূচীতে ইসরায়েল হামলা চালালে তাদের পারমানবিক স্থাপনা টার্গেট করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এছাড়া, আন্তর্জাতিক সংস্থা আইসিএএন এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরান এখনও পারমানবিক অস্ত্র সমৃদ্ধ দেশ নয়, ইরানও পারমানবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো ঘোষণা দেয়নি।
ইরান-ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনায় কোনো দেশ পারমানবিক অস্ত্র ব্যবহারের ঘোষণা দিলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হওয়া স্বাভাবিক। কিন্তু সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে একই সার্চে ১৮ এপ্রিল মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম Al-Monitor এর "IRGC commander says Iran may 'revise' nuclear posture if attacked by Israel" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে ইরানের আইআরজিস’র মেজর জেনারেল আহমাদ হাঘতালাবের উদ্ধিৃতি দিয়ে বলা হয়, ইসরায়েলের পারমানবিক স্থাপনার জায়গাটি ইরানের বিপ্লবী গার্ড শনাক্ত করেছে। ইসরায়েল আমাদের পরমাণু স্থাপনায় হামলা চালালে আমরা তাদের পরমানু স্থাপনায় শক্তিশালী আঘাত করবো। স্ক্রিনশট দেখুন--
কি-ওয়ার্ড সার্চ করে "Israeli attack on nuclear sites to prompt tit-for-tat, pursuing nukes: Iran" শিরোনামে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম Al Jazeera এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "সিরিয়ায় অবস্থিত ইরানের কন্স্যুলেটে ইসরায়েলের হামলার পর ইরান জবাবে ইসরায়েলে হামলা করে। এর জবাবে ইরানে পাল্টা আঘাত করার সিদ্ধান্ত নেয় ইসরায়েলের মন্ত্রীসভা এবং হামলার প্রস্তুতিও নেয় দেশটি। এমন ঘটনার প্রেক্ষিতে ইরানের বিপ্লবী গার্ডের কর্মকর্তা আহমাদ হাঘতালাব ইরানের গণমাধ্যম তাসনিম নিউজকে জানায়, যদি জায়নবাদী শত্রু রাষ্ট্র ইসরায়েল তাদের পরমাণু কর্মসূচীতে হামলা চালায় তবে ইরানের নিজস্ব নীতিমালা পুনর্বিবেচনা করা হবে এবং ইসরায়েলের পরমাণু স্থাপনার সব লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। এবং সেই আঘাত হবে শক্তিশালী মিসাইলের।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ইসরায়েলে পরামানবিক অস্ত্র ব্যবহার করে হামলার ঘোষণা দেয়নি ইরান বরং দেশটি বলেছে, ইরানের পরমানবিক স্থাপনায় ইসরায়েল হামলা করলে তারাও ইসরায়েলের পারমানবিক স্থাপনায় শক্তিশালী হামলা চালাবে।
ইরান কি পারমানবিক অস্ত্র তৈরি করেছে?
১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের অধীনে পরমাণু কর্মসূচী শুরু করে ইরান। তাদের এই কর্মসূচী নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। যেসব প্রতিবেদনে বলা হয়, ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে এসে পৌঁছেছে। যেকোনো সময় তারা অস্ত্র তৈরি করতে সক্ষম।
তবে কি-ওয়ার্ড সার্চ করে ইরান এরইমধ্যে পরমাণু অস্ত্রের মালিক হয়েছে অথবা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এমন কোনো প্রতিবেদন গণমাধ্যমে পাওয়া যায়নি। এমনকি ইরানের পক্ষ থেকেও এমন কোনো ঘোষণা আসেনি। যদিও ইরানের প্রতিপক্ষ রাষ্ট্র ইসায়েল বা আমেরিকার দাবি করেছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌছেছে।
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে পরমানু অস্ত্র বিলোপ করার লক্ষ্যে গঠিত সংগঠন International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) এর ওয়েবসাইটে পরমাণু শক্তিধর ৯টি দেশের তালিকা পাওয়া যায়। তালিকায়- রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের নাম থাকলেও ইরানের নাম খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এদিকে, পারমাণবিক শক্তিধর দেশগুলো এসব অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল সিস্টেম ব্যবহার করে। এক্ষেত্রে এসব দেশগুলোতে বিভিন্নসময় ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইস পরীক্ষার খবর গণমাধ্যমগুলোতে পাওয়া যায়। যদিও এসব ক্ষেপনাস্ত্র পরীক্ষা করতে দেখা যায়না ইরানের। তবে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমে ইরানের হাইপারসোনিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার খবর পাওয়া যায়।
অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ নয় এবং ইসরায়েলে ইরানের পরমাণবিক অস্ত্র ব্যবহারের ঘোষণা দেয়ার দাবিটিও অসত্য। বরং ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচীতে হামলা চালালে এর জবাবে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা।
সুতরাং ইরান ইসরায়েলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে মর্মে যে খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।