ছবিটি ভারতের অসুস্থ শিশুর, বাংলাদেশের দাবি করে সাহায্যের ভুয়া আবেদন
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ভারতের কেরালার রুবিনা নামের এক অসুস্থ শিশুর, বাংলাদেশের রংপুরের সাইমা বলে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি অসুস্থ শিশুর ছবি পোস্ট করে বলা হচ্ছে, শিশুটি বাংলাদেশের। ছবিটি লিভার টিউমারে আক্রান্ত আসহায় এক বাবার সন্তান রংপুরের সাইমা নামের এক শিশুর। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ জুন 'ক্বারী জোবায়ের আহমেদ ® Qari Jubayer Ahmed Fans Group' নামের একটি পাবলিক গ্রুপে 'মেঘ বালিকা' নামের একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, 'হৃদয় বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন,, মেয়েটির অবস্থা খুব খুব খারাপের দিকে ভাই একটু দয়া করুন প্লিজ মেয়েটির চিকিৎসা সম্পন্ন করতে ভাই একটু দয়া করুন প্লিজ। লিভার টিউমারে আক্রান্ত আসহায় বাবার সন্তান সাইমা। যে যতো টুকু পারেন একটু সাহায্য দেন ভাই ১০০/২০০/৫০০/১০০০,৫০০০,১০০০০। করে মাসুম অসুস্থ মেয়ের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য ভাই একটু দয়া করুন ভাই প্লিজ'। ওই পোস্টে শিশুটির অসুস্থতার বর্ণনা দিয়ে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়। সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ও বিকাশের হিসেব খোলা একটি নম্বরও যুক্ত করা হয়। স্ক্রিনশটে দেখুন বিস্তারিত--
পোস্টে সংযুক্ত ছবিটি আলাদাভাবে দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল পোস্টে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ছবির শিশুটি বাংলাদেশের শিশু সাইমার নয়, বরং ভারতের কেরালা রাজ্যের এক অসুস্থ শিশু রুবিনার যে ক্রনিক লিভার রোগে আক্রান্ত।
অসুস্থ শিশুর ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ছবিগুলো দুস্থ অসহায় মানুষের জন্য অর্থ সাহায্য উত্তোলনকারী 'ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম' 'Ketto'-র ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া গেছে যা গত ২৯ মে পোস্ট করা হয়। পোস্টের বর্ণনা অনুযায়ী, ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা রুবিনা নামের ওই শিশুটি জন্ম থেকেই লিভারের জটিলতায় আক্রান্ত ছিল এবং এখন সে ভারতের কেরালা রাজ্যের Aster MIMS হাসপাতালে ভর্তি। দ্রুত লিভার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে তাকে বাঁচানো যেতে পারে বলে সেখানে উল্লেখ করা হয়। কিটোর ফেসবুক পোস্টটি দেখুন--
কিটোর ওয়েবসাইটে গিয়ে 'Suffering From A Deadly Liver Disease, My Child Needs Your Urgent Help' শিরোনামে একটি সাহায্যের আবেদন খুঁজে পাওয়া যায় যেখানে ভাইরাল ছবিটি দুটি ভাগে খুঁজে পাওয়া যায়। সাহায্যের আবেদনটি স্ক্রিনশট দেখুন এখানে--
ভাইরাল পোস্টের ছবি ও কিটোর ওয়েবসাইটের ছবির তুলনামুলক ছবি দেখুন--
আবার, কিটোর ওই ওয়েবসাইটে সংযুক্ত করা শিশু রুবিনার অসুস্থতার প্রমাণপত্র হিসেবে যুক্ত করা ডকুমেন্টটি দেখুন--
অর্থ্যাৎ ভারতের কেরালা রাজ্যের অসুস্থ শিশু রুবিনার ছবিকে বিভ্রান্তিকরভাবে বাংলাদেশের সাইমার বলে দাবি করা হচ্ছে। এদিকে ভাইরাল পোস্টে সাহায্য চেয়ে দেয়া নগদ ও বিকাশ নম্বরে যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
সুতরাং ভারতের এক অসুস্থ শিশুর ছবি দিয়ে বাংলাদেশের শিশু দাবি করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।