ছবিগুলো বাংলাদেশের কোনো শিশুর নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভারতীয় শিশু নাগামনিকে বাংলাদেশের দাবি করা হচ্ছে, একাধিক ভারতীয় উৎসে ছবিগুলো পাওয়া গেছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ছবি পোস্ট করে একটি শিশুর জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২৩ মার্চ 'সনাতনী পরিবার-Family Of Hindu' নামের ফেসবুক পেজ থেকে একাধিক ছবিসহ একটি সাহায্যের আবেদন পোস্ট করা হয়। সেখানে বলা হয়, তন্নী নামের এক শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে মোবাইলে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের হিসাব খোলা এমন একাধিক ফোন নম্বারও এই পোস্টে যুক্ত করা হয়েছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ছবিগুলো আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টটি বিভ্রান্তিকর। পোস্টের সাথে যুক্ত ছবিগুলো বাংলাদেশের কোনো শিশুর নয়। রিভার্স সার্চিং টুল ব্যবহার করে ছবিগুলো ভারতের ক্রাউডসোর্সিং প্লাটফর্ম কিটো এর ভেরিফায়েড ফেসবুক এবং টুইটারে পাওয়া গেছে। ২০২১ সালের জানুয়ারি মাসে কিটো'র ফেসবুক পেজে একই ছবিগুলো পোস্ট করা হয়েছিল। দেখুন--
পোস্টটি দেখুন এখানে।
এছাড়া একই ছবি পোস্ট করা হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে, কিটো'র ভেরিফায়েড টুইটার একাউন্টেও। দেখুন--
𝐇𝐲𝐝𝐞𝐫𝐚𝐛𝐚𝐝: "My baby battling death due to complications of premature birth. I took loans from everyone in our village, but it is not enough to pay for my newborn baby's life-saving treatment. I feel like a failure."
— Ketto (@ketto) December 20, 2020
Please help: https://t.co/1bRGkZcQUL pic.twitter.com/QqsBAg6j0z
উপরের পোস্ট দুটি থেকে আরো জানা যায় শিশুটি মূলত ভারতের হায়দারাবাদের এবং তার নাম নাগামনি। তবে তন্নী নামের কোনো বাংলাদেশি শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে কিনা তা জানা সম্ভব হয়নি।
অর্থাৎ ভারতের একটি শিশুর ছবিকে বাংলাদেশের দাবি করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণামূলক ও বিভ্রান্তিকর।