জুতায় বঙ্গবন্ধুর ছবি এডিট করে প্রচার
জুতায় বঙ্গবন্ধুর ছবি একে অবমাননা করা হয়েছে বলে কিছু পোস্টে দাবি করা হয়েছে যে ছবিটি মূলত এডিটকৃত।
ফেসবুকে একটি ছবি একাধিক প্রোফাইল এবং গ্রুপে শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, এক জোড়া জুতায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি অঙ্কিত দেখা যাচ্ছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
Hot news at this time নামের একটি পেইজ থেকে একটি ছবি পোস্ট করা হয় যেখানে এক জোড়া সাদা জুতায় মুজিব বর্ষের লোগোসহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি দেখা যাচ্ছে। এছাড়া জুতার এক পাশে লেখা, "Made in India"। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ গুগল রিভার্স সার্চ ইঞ্জিন ব্যবহার করে দেখেছে, ছবিটি এডিট করা। আসল জুতার ছবিটি একাধিক ওয়েবসাইটে দেখা যাচ্ছে। তবে Dhgate.com নামের একটি ই-কমার্স সাইটে এই জুতা জোড়ার একাধিক ছবি দেখা যাচ্ছে।
উক্ত ছবিগুলোর কোথাও শেখ মুজিবর রহমানের ছবি কিংবা "Made in India" লেখা পাওয়া যায়নি। উল্লেখ্য, এডিট করে বসানো লোগোটি মূলত মুজিব বর্ষ উপলক্ষ্যে অবমুক্ত করা হয়।
অর্থাৎ জুতায় শেখ মুজিবর রহমানের ছবি আকা হয়েছে দাবি করা পোস্টটি ভুয়া।