ছবিটি এআই জেনারেটেড, আমুলের চীজ বা পনিরের নয়
বুম বাংলাদেশ দেখেছে, 'শরম' নামের কোনো চীজ বা পনির বাজারজাত করেনি ভারতীয় কোম্পানী আমুল, প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ভারতীয় কনজিউমার ব্র্যান্ড আমুল এর 'শরম' নামের চীজ বা পনিরের প্যাকেটের এর ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২১ ডিসেম্বর 'Jumu Binte Ansar' নামের ফেসবুক একাউন্ট থেকে "কে বলেছে, sharam naam ki koi cheez nahi hai? আমুল এর শরম চিজ" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। 'শরম' নামের চীজ বা পনিরের কোনো প্যাকেট বাজারজাত করেনি ভারতীয় কোম্পানী আমুল, প্রচারিত ছবিটি সময়ের আলোচিত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি জেনারেটেড।
রিভার্স ইমেজ এর মাধ্যমে সামাজিক মাধ্যম 'এক্স (সাবেক টুইটার)'-এ আমুল এর ভেরিফাইড একাউন্টে গত ২০ ডিসেম্বর একটি টুইট বা এক্স পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়, "ছবিটি এআই জেনারটেড এবং এই প্যাকের ছবি আমুল এর নয়"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, সামাজিক মাধ্যম এক্স-এ 'Ankit Sawant' নামের একাউন্ট থেকে একই দিনে একটি রিটুইট (এক্স পোস্ট) খুঁজে পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়, "আমি এই ছবিটি এক মিনিটে তৈরি করেছিলাম কিন্তু তা এভাবে ফেইক নিউজে রূপান্তরিত হয়ে যাবে বুঝতে পারিনি। আমার এরকম কোনো উদ্দেশ্য ছিলো না (অনূদিত)"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে'-তে গত ২১ ডিসেম্বর "শরম- চীজের এআই জেনারেটেড চিত্র ভাইরাল হওয়ার পরে আমুল বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে" শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
অর্থাৎ অঙ্কিত সাওয়ান্ত নামের এক ব্যবহারকারী আলোচ্য ছবিটি এআই প্রযুক্তি দ্বারা তৈরি করেছেন।
উল্লেখ্য ভারতীয় কনজিউমার ব্র্যান্ড 'আমুল' এর চীজ বা পনির পণ্য রয়েছে সরাসরি আমুল নামেই।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই জেনারেটেড ছবিকে প্রকৃত বা বাস্তব পণ্যের প্যাকেটের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।