হাওয়া চলচ্চিত্রটি অস্কারে মনোনয়ন পায়নি
বুম বাংলাদেশ দেখেছে, 'অস্কারে লড়াইয়ের জন্য' মনোনয়ন পাওয়াকে 'অস্কার মনোনয়ন' বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে লেখা হচ্ছে যে, অস্কারে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের হাওয়া চলচ্চিত্রটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ সেপ্টেম্বর "Creatio" নামে একটি ফেসবুক পেজ হাওয়া চলচ্চিত্রের একটি গ্রাফিক্স পোস্টার শেয়ার করে লেখে, "ব্রেকিং নিউজ- অস্কারে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের ছবি হাওয়া! অভিনন্দন, অভিনন্দন হাওয়া টিমের সকলকে।" পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ২০২৩ সালে অনুষ্ঠেয় ৯৫তম একাডেমি এওয়ার্ডস তথা অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে লড়াইয়ের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে হাওয়া চলচ্চিত্রটি। তবে, এই ঘটনাকে চলচ্চিত্রটির অস্কারে মনোনয়ন পাওয়া হিসেবে অভিহিত করা যায় না।
কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমে গত ২৫ সেপ্টেম্বর "অস্কারে লড়বে 'হাওয়া'" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে লেখা হয়, "অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৫তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষার চলচ্চিত্র) বিভাগে বাংলাদেশ থেকে লড়বে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র 'হাওয়া'"। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে আরেকটি অনলাইন পোর্টাল ঢাকা পোস্টেও গত ২৫ সেপ্টেম্বর "অস্কারে যাচ্ছে বাংলাদেশের 'হাওয়া'" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে হাওয়া চলচ্চিত্রের পরিচালক মেজবাউর রহমান সুমনের বরাত দিয়ে জানানো হয়েছে, "৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের 'বিদেশি ভাষার সিনেমা' বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা 'হাওয়া'"। স্ক্রিনশট দেখুন--
এদিকে, বিশ্বের সেরা চলচ্চিত্র পুরস্কার হিসেবে খ্যাত একাডেমি এওয়ার্ডস তথা অস্কার পুরস্কারের নমিনেশন ও ঘোষণার ব্যাপারে জানতে অস্কারের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ৯৪ তম একাডেমি এওয়ার্ডস বা অস্কার পুরস্কারের নমিনেশন প্রাপ্তদের ঘোষণা দেওয়া হয় এবছরের ৮ ফেব্রুয়ারি এবং অনুষ্ঠানটি প্রচারিত হয় ২৭ মার্চ। স্ক্রিনশট দেখুন--
আবার, ৯৫ তম একাডেমি এওয়ার্ডসের নমিনেশনের সময়কাল জানতে সার্চ করে awardswatch.com নামে একটি ওয়েবসাইটে "2022/2023 Film Awards Calendar" শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধ থেকে জানা যায়, ২০২৩ সালে অনুষ্ঠেয় ৯৫তম অস্কার চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে ২০২৩ সালের ২৪ জানুয়ারি এবং একাডেমি এওয়ার্ডসের মূল অনুষ্ঠানটি হবে ১২ মার্চ। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ চলতি বছরের ৮ ফেব্রুয়ারির পরে অস্কার চলচ্চিত্র পুরস্কারের জন্য আর কোনো মনোনয়নের ঘোষণা আসেনি এবং ২০২৩ সালের ২৪ জানুয়ারির আগেও আর কোনো ঘোষণা আসবে না।
সুতরাং, অস্কার চলচ্চিত্র পুরস্কারে প্রতিযোগিতা করার জন্য বাংলাদেশ থেকে হাওয়া চলচ্চিত্রের মনোনয়ন পাওয়াকে চলচ্চিত্রটির অস্কারের মনোনয়ন পাওয়া হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।